আমরা সকলেই জানি যে আইনজীবীদের আদালতে সবসময় কালো কোট ও কালো গাউন (gown) পরে মামলা পরিচালনা করতে হয়। কারন এগুলো হল আইনজীবীদের পোশাক যা আইনজীবীদের অন্যান্য পেশার লোকদের থেকে আলাদা করে। কিন্তু আমাদের দেশের প্ররিপ্রেক্ষিতে অর্থাৎ যেদেশে গরমকালে সাধারন তাপমাত্রা থাকে ৩০ – ৪০ ডিগ্রি সেলসিয়াস সেখানে গরমকালে কালো কোট ও গাউনের মত গরম পোশাক পরা কতটুকু যুক্তিসংগত?
এই প্রশ্নর উত্তর জানতে গেলে আমাদের জানতে হবে কেন আমরা আদালতে কাল কোট পরি? England এর কোর্টে Dress code (নির্দিষ্ট পোশাক) এর প্রচলন শুরু হয় অনেক আগে, ১৭ তম শতাব্দিতে। তখন আইনজীবী, জাজরা কোর্টে কালো কোট, বিভিন্ন রঙের গাউন, ব্যান্ড ও পরচুলা পড়তো, যার অনেককিছু এখনও UK কোর্টে প্রচলিত আছে। কিন্তু ১৬৯৪ সালে তখনকার England এর রানি Mary II এর funeral এ তখনকার England এর জাজরা রানিকে সম্মান দেখানোর জন্য সবাই কালো গাউন পরে। এরপর ১৭১৪ সালে রানি Anne এর funeral এ same procedure follow করে। এবং পর থেকে England এ জাজরা কোর্টে কালো কোট, কালো গাউন পরা শুরু করে এবং এটা তাদের tradition এ পরিনত হয়।
পরবর্তীতে UK পৃথিবীর যেসব দেশ শাসন করেছে সেসব অনেক দেশের কোর্টে এখনও আইনজীবী ও জাজদের same dress code চালু আছে, যাদের মধ্যে বাংলাদেশ একটি।
এখন প্রশ্ন হল still now আমরা কেনো কোর্টে এই পোশাক পরি? আসলে আমরা এখনও ব্রিটিশ শাষন থেকে মুক্ত হতে পারি নাই। একথা বললাম কারন শারীরিকভাবে ব্রিটিশ শাষন থেকে মুক্ত হয়েছি ঠিকই কিন্তু মানসিকভাবে আমরা ব্রিটিশ শাষন থেকে মুক্ত হতে পারি নাই। ব্রিটিশরা আমাদের উপর যা চাপিয়ে দিয়ে গিয়েছিল এখনও পর্যন্ত আমরা সেটাই অন্ধের মত follow করে যাচ্ছি। যার একটা জলজ্যান্ত উদাহরন হলো কোর্টে কালো কোট ও গাউন পরা। আরো অনেক উদাহরন আছে সেগুলা নিয়ে অন্য কোনো দিন আলাপ করা যাবে।
যা বলছিলাম কেনো এখনও আমরা কোর্টে গরমকালে কোট ও গাউন পরি? অন্য ভাবে বলতে গেলে কেনো এখনও আমরা ব্রিটিশ mentality ত্যাগ করতে পারি নাই? এ প্রশ্নের সহজ উত্তর হচ্ছে আমরা খুবই আরাম প্রিয় জাতি, আমরা কষ্ট করে কিছু পেতে চাই না। তাই যখন ৭১ সালে দেশ স্বাধীন হয় তখন তখনকার lawmakers রা বা সংশ্লিষ্ট authority রা কোনো কষ্ট করে ব্রিটিশ আমল থেকে যা প্রচলিত ছিল সেটাই adopt করে। এবং তারপর থেকে এখন পর্যন্ত আমাদের তথাকথিত আইনজ্ঞ, আইন প্রণেতা, বুদ্ধিজীবীরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে অন্ধের মতো ব্রিটিশদের সেই চাপিয়ে দেয়া mentality কে follow করে চলেছে।
এখন আসি প্রথম প্রশ্নে, আমাদের দেশের কোর্টে কোট ও গাউন পরা, specially গরম কালে, কতটুকু যুক্তি সংগত? যেখানে আমাদের দেশে গরম কালে শরীরে shirt কিংবা T- shirt রাখাই খুব কষ্ঠসাধ্য বিষয় সেখানে কোট, গাউন পরে ব্রিটিশদের ঐতিহ্য বজায় রাখার কোনো যুক্তি সংগত কারন খুজে পাওয়া মুশকিল। অনেকে আবার বলতে পারেন হাইকোর্টে তো AC আছে তো কোট, গাউন পরলে ক্ষতি কি? কিন্তু আমাদের মতো একটা গরীব দেশে ব্রিটিশ ঐতিহ্য রাখার জন্য এতো বিদ্যুৎ অপচয় করার কোনো মানে দেখি না!!!
তো আমাদের কোর্টে কি পরা উচিত? আজ থাক এ প্রশ্নের উত্তর অন্য কোনোদিন খোজা যাবে। তবে আপনারা ভেবে দেখতে পারেন গরম কালে কোর্টে কোট, গাউনের পরিবর্তে অন্য কোনো dress হলে ভালো হতো কিনা।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ রাত ৯:৩৪