নির্বাচিত পাতায় পোস্ট দেখে বিপদে পরে গেলাম। বিপদ হলো আমার পোস্টে কোন কনটেন্ট নেই, আসলে রোজার দিনে ভাবছিলাম একটু আড্ডাবাজী করা যাক। তাওতো হলোনা।
পোস্টে কিছু একটা লেখা উচিত, কিছু একটা। কী লেখা যায়? অনেক কিছুই লেখা যায়, স্মৃতিচারণ করা যায়, পুরোণো দিনের কথা বলা যায়, চাইলে একটা কবিতা লেখাও যায়, এমনকি ছোট গল্প অথবা উপন্যাসের একটা অধ্যায় লিখে ফেলাও অসম্ভব নয়!
আর, যদি কিছু লিখতে ইচ্ছে না করে তখন কী করা!!
কিছু লিখতে ইচ্ছে না করার অনেক কারণ থাকতে পারে। ব্যস্ততা, অসুস্থ্যতা, মন খারাপ, অথবা কোন কারণ ছাড়া।
তাহলে ব্লগ লিখতে ইচ্ছে না হলে কী করা