তোমার বুকের ভাঁজে ঘামের গন্ধ ছিল
আমি হামলে পরেছিলাম তোমার দেহে
আমার সব টেস্টোস্টেরনিক কামনা নিয়ে
আমার সামনে ছিলে জলজ্যান্ত তুমি
ঠিক যেন এক গর্ভবতী রমনী
আমার অবদমিত মনের আগুনে
পুড়েছিল রোম কোন এক কালে
ইতিহাসের বই খোঁজ
ভুরিভুরি প্রমান পাবে সেই মিথের
হেলেনের সর্বনাশ করছিলাম
হ্যা আমিই-
আমিই
ক্লিওপেট্রা বা মেরেলিন মনেরো
অথবা হালের কোন সেনসেশান
উদ্ভিন্ন যমুনার জলে আমিই স্নান করেছিলাম
এবং বাধ্য করেছিলাম স্নানে
কৃষ্নের সাথে রাঁধার প্রেম কাহীনি জানে সকলে
অথচ রাঁধার আচল খুঁজে দেখো
কি পাবে তা আমিও জানিনা
হয়ত জমাট সিমেন
অথবা
ভেঙে পরা ডিএনএর কোডন
পুরুষ আমি
জেনে রেখ একমাত্র ঈশ্বর
আমার কামনার কাছে কারো ক্ষমা নেই
না আফ্রোদিতির না জুনো
অথবা মিনার্ভা...