http://www.shokalernoakhali.com/
হাসান ইমাম রাসেল -
নোয়াখালীর কোম্পানীগঞ্জের ছোট ফেনী নদীর অব্যাহত ভাংগনের মুখে ৫টি ইউনিয়ন।
২০০৯সাল থেকে বাঁধ বাধার কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। এপর্যন্ত দুই দফা ক্লোজার নির্মানরে উদ্যোগে নিয়ে ও কাজ শেষ করতে পারেনি নির্মানকারী প্রতিষ্ঠান।
কয়েকবছর আগে নির্মিত পানি সরানোর গেইট বা রেগুলেটরটি অকজেো অবস্থায় পড়ে আছে।
যার কারনে প্রতি বছর ছোট হয়ে আসছে কোম্পানীগঞ্জের মানচিত্র।
স্থানীয় সাংসদ ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, জেলা প্রশাসক
ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ এলাকাটি পরিদর্শন করলেও আজ অবধি ভাঙ্গন রোধে প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
অপরদিকে স্থানীয় এলাকাবাসী জানান, আগামী নির্বাচনে আমরা আওয়ামীলীগ বা বিএনপি বুঝিনা। যারা এ এলাকার ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে আমারা তাদের সাথে থাকব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করা হলে তিনি এই প্রতিবেদককে জানান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে ভাঙ্গন রোধের জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু বর্ষা মৌসূম ও প্রচন্ড জোয়ারের কারনে ঠিকমত কাজ করা যাচ্ছেনা। এদিকে পানি উন্নয়ন বোর্ড বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান।