আগে একটা সময় ছিল, যখন বিভিন্ন অযাচিত ফোন বা রঙ নাম্বার থেকে কল আসত । যাকে কল করা হত,তিনি বিরক্ত হতেন , ইদানীং দেখা যাচ্ছে স্বয়ং মোবাইল অপারেটর কোম্পানিগুলো ভ্যালু এডেড সার্ভিসের নামে, রাতে-বিরাতে-দিনে-দুপুরে নানা রকমের নাম্বার থেকে নানা অফার দিয়ে কল করে বিরক্ত করে যাচ্ছে , মেসেজ দিয়ে যাচ্ছে । মেসেজ টা তবু সহ্য করা যায় , কিন্তু যখন দেখি, কল আসছে, জরুরী কল ভেবে হাতে নিয়ে দেখা যায় সেই অদ্ভুত দর্শন তিন-চার-পাঁচ ডিজিটের ভ্যালু এডেড সার্ভিসের কল । প্রচন্ড বিরক্ত হয়ে অপারেটর চেইঞ্জ করে ফেলার চিন্তা হচ্ছে । বিশেষ করে রবি তে এই সমস্যা বেশি পাচ্ছি । কিন্তু অপারেটর চেইঞ্জ করা ছাড়া অন্য কোনো ভাবে এই সমস্যার কি সমাধান নেই? কেউ জেনে থাকলে জানাবেন
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৬