ভারত ভ্রমণের গল্পগুলো সব জমে জমে পাহাড় হয়ে আছে। গত তিন চার বছরে তেমন পোস্ট লেখাই হয় নাই। গত পোস্ট হতেই দেখা গেল, বিগত চার বছরে ৫০টির মত পোস্ট করা হয়েছে সামুর উঠোনে। অথচ ২০১৭-২০১৯ সাল এর ভারত ভ্রমণের পোস্টই বকেয়া রয়ে গেছে প্রায় শ'দুয়েক। তাই আবার শুরু করা ভারত ভ্রমণ এর গল্প কথা। শেষ পোস্ট ছিল ডে ট্রিপ ইন মুম্বাই সিটি - মুম্বাই দর্শন ২০১৬ (তৃতীয় পর্ব)। সেই পর্ব যখন লিখেছিলাম, হাতের কাছে আমার পোর্টেবল হার্ডড্রাইভটি না থাকায়, ছবি দেয়া হয় নাই, আর লিখেছিলাম কিছুটা অল্প পরিসরে। আজ মুম্বাই ডে ট্রিপ এর শেষাংশ লিখে সেই কিস্তির মুম্বাই ভ্রমণ শেষ করার ইচ্ছে থাকলেও; সেবার মুম্বাই এয়ারপোর্টে সারারাত জেগে থেকে ভোর ছয়টার ফ্লাইট এ কলকাতা ফেরা এবং কলকাতা হতে ঢাকা ফিরে লাগেজ বিড়ম্বনা'র গল্প না লিখলে সেই বারের ভ্রমণগল্প অসম্পূর্ন থেকে যায়। তাই এই পর্বের পর হয়ত আরও দুটি পোস্ট থাকবে মুম্বাই ভ্রমণ এর এই কিস্তিতে।
মুম্বাই এর শেষ দিনে লোকাল টুরিস্ট বাসে করে আমরা ঘুরে বেড়িয়েছিলাম মুম্বাই এর দর্শনীয় পর্যটন স্পটগুলোতে। যা গত পোস্টে অনেকটাই লেখা হয়েছিল।
দুই দিনের মুম্বাই দর্শনে আমার মনে হয়েছিল, কিছুই দেখা হল না মুম্বাই এর। মুম্বাই এর বিখ্যাত লোকাল ট্রেনে করে ঘোরাঘুরি বাকী ছিল; মুম্বাই এর ফিল্ম সিটি, নানান এমিউজমেন্ট পার্ক, সিনেমা হলে সিনেমা দেখা সবই বাকী রয়ে গিয়েছিল। বিশেষ করে মুম্বাই এর সিনেমা হলে বসে হিন্দি সিনেমা না দেখতে পারাটা। আসাম, নাগাল্যান্ড, কেরালা, দার্জিলিং এর মত জায়গায় গিয়েও সিনেমা হলে সিনেমা দেখা মিস করি নাই; কিন্তু সেবার মুম্বাই এ মিস করেছিলাম।
মুম্বাই এর আইকনিক সিম্বল স্ট্রাকচার হল মুম্বাই রেল, বান্দ্রা-ওরলি সি লিংক; মেরিন ড্রাইভ অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস বিল্ডিং। আর সাথে অতি অবশ্যই গেট অফ ইন্ডিয়া আর হোটেল তাজ। যে কোন ডকুমেন্টস এ মুম্বাই'কে রিপ্রেজেন্ট করে চলেছে এই স্ট্রাকচারগুলো। আমার সেবারকার ট্যুরে দেখা এই সকল পর্যটন স্থাপনাগুলোর কিছু ছবি নিয়েই শেষ হোক মুম্বাই দর্শন।
মুম্বাই এর বান্দ্রা-ওরলি সি লিংক ব্রিজ।
মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস।
চৌপত্তি হয়ে মেরিন ড্রাইভ এর পথে অতিবাহিত একটি সন্ধ্যাঃ
গেট অফ ইন্ডিয়ার নানান ভিউঃ
দিনে-রাতে-সন্ধ্যায় অতি আলোচিত মুম্বাই এর তাজ হোটেলঃ
ভারতে মুম্বাই এর হজরত আলী দরগাহ আর দিল্লীর নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ এ গেলে দেখা যায় ধর্ম-বর্ণ-নির্বিশেষে হাজারো মানুষের ঢল। ধর্ম যেখানে গৌণ হয়ে থাকে..... মুম্বাই এর হজরত আলী দরগাহ এর ছবিঃ
মুম্বাই গেলে জুহু বীচে না গেলে মুম্বাই ভ্রমণ থেকে যায় অসম্পূর্ণ। কিন্তু সেবারকার ১৬ দিনের ট্রিপে এত বেশী সী বীচ ঘোরা হয়েছিল যে, জুহু বীচে গিয়ে ঘুম পাচ্ছিল দলের সবাই। তাই তো হামলে পড়া হয়েছিল গোলা আইসক্রিম আর ফালুদা'র উপর।
সবশেষে মুম্বাই এ গিয়ে বলিউড এর গপ্পো না থাকলে কেমন দেখায়। ডে ট্রিপে জুহু বীচে যাওয়ার পথে বলিউডের বিখ্যাত নায়ক নায়িকাদের বাসার সামনে দিয়ে টুরিস্ট বাস চক্কর কাটে আর বাসে থাকা টুরিস্ট গাইডের রসালো বিবরণ এবং টুরিস্টদের ডান থেকে বাম পাশে - বাম থেকে ডান পাশে ছোটাছুটি করে নায়ক নায়িকাদের বাসার ছবি তোলা আরেকটি দর্শনীয় ব্যাপার বৈকি।
এর বাইরে শাহরুখ খান এর মান্নাত, অমিতাভ বচ্চন এর প্রতিক্ষা সহ আরো বেশ কিছু তারকার বাড়ী'র ছবি তুলতে পারা যায় নাই; টুরিস্ট বাসে বিপরীত পাশে থাকায়। আহালে, এই দুক্কু রাখি কুতায়
![:((](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_16.gif)
![=p~](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_73.gif)
![=p~](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_73.gif)
![=p~](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_73.gif)
ভারত ভ্রমণের গল্প সকলঃ বোকা মানুষের ভারত ভ্রমণ এর গল্পকথা
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৬