গাজী সাহেবের মত করে কেউ কমেন্ট করতে পারে না। এক-দু লাইনে টু দ্যা পয়েন্ট। মেদহীন কমেন্ট। পোস্ট ও তেমনি।
কারো কোন পোস্টে উনি যেমন কমেন্ট করেন তা বেশিরভাগ সময় সহ্য করা কঠিন। কিছুদিন লাগবে সহ্য করতে । একবার উনাকে সহ্য করতে পারলে আর খারাপ লেগবে না। ভালই লাগবে।
উনার কমেন্ট পড়ে আমার যা মনে হয়েছে -
- উনি খুঁচিয়ে দেখেন মজা পাওয়া যায় কি না।
- উনি যখন বলেন কারো ব্লগিং হয় নি, তখন কেন হয়নি সেটাও বলেন। যুক্তিযুক্ত হলে শুধরে নিন। না হলে প্রতিউত্তরে তর্ক করুন। নয়তো অবজ্ঞা করুন। সামুতে ৯০% আপনাকে কিছুই বলবে না। সামুর বাহিরে যান সাইবার বুলিং কাকে বলে হাড়ে হাড়ে টের পাবেন। আর জীবনে ব্লগিং এর নাম নিবেন না। তাই এত এত ব্যান মারার আবেদন থেকে বিরত থাকুন।
- ৯২(৩) হাজার কমেন্ট করা লোককে সামুর মাথায় তুলে রাখা উচিত। সে জায়গায় ব্যান।! অন্যকেউ হলে সামুতে আর আসার কথা ভাবত কি না সন্দেহ আছে। এই লোক কতটা নিবেদিত ! ভাবার দরকার আছে।
- সব আসরেই একজন পাগলা বাবা থাকে। এটা এড়ানো সম্ভব না।
- আমি/আমরা (দেখলাম অনেকেই) উনার কমেন্ট, পোস্ট পছন্দ করি। উনাকে স্থায়ীভাবে কমেন্ট নিষেধাজ্ঞার বাহিরে রাখা হোক।
- উনি ব্লগে অনেকটা রোস্টিং টাইপের কিছু একটা করেন। আজকের দিনে অনলাইনে এটা স্বাভাবিক হয়ে গেছে। উনি যথেষ্ট সংযত শব্দ, ভাষায় এটা করেন। যারা অভিযোগ করেন তারা ভাগ্যবান যে এমন শিক্ষিত, মার্জিত এবং মজাদার লোকের রোস্টিং এর শিকার হয়েছেন।
- উনি ভুল-বাল প্রচুর বলেন। কমেন্টে উনার বক্তব্য থাকে 'সাংঘর্ষিক। সেগুলো ধরে ধরে উনাকেও নাস্তানাবুদ করা যায়। কেজি স্কুলের বাচ্চাদের মত শুধু এডমিনকে জ্বালাতন না করে, কমেন্টের উত্তর কমেন্টে দিয়ে শেষ করে ফেললে অনেকটা পরিণত ব্লগারের মত আচরন হবে। উনার মন্তব্যে কোন পাত্তা না দিলে আরও পরিণত।
যা ই হোক। হুটহাট একটা পোস্ট করলাম । আগা মাথা ছাড়া।
এই পোস্ট হারিয়ে যাওয়া পর্যন্ত গাজী সাহেব ব্যান থাকুন। তাতে কি ক্ষতি? আমার আবার পোস্টে আজাইরা প্যাঁচাল ভাল লাগে না। পোস্ট থাকবে আলমারিতে যত্নে রাখা ফটো এ্যালবামের মত। যেখানে থাকবে শুধু আমার সুন্দর সুন্দর ছবিগুলো।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯