ছবি ব্লগ প্রতিযোগিতায় এটা আমার শেষ পোস্ট ।
আমার এই ছবিগুলো বিভিন্ন সময় আমার ফেবু আইডিতে পোস্ট করে ছিলাম। প্রিয় কিছু গানের পঙক্তি যোগ করা আছে ছবির সাথে। ছবির সাথে পঙক্তিগুলোর খাপ খাওয়ানোর কোন চেষ্টাই করিনি।
১। জীবিকা
স্থানঃ হাওর, বানিয়াচং
২. দূর পাহাড়ে
স্থানঃ বিছনাকান্দির ওপার মেঘালয় ।
৩। তার ভুবনে সে ও সুন্দর।
স্থানঃ হাওর, বানিয়াচং
৪। সারাজীবন শুধু গুনগুন করে গেয়েছি,বুঝতে অনেক দেরি হয়েছে কি ছিল গানের এই দুটি লাইনে,
স্থানঃ ভুলে গেছি।
৫। নব জীবন ।
স্থানঃ ?!?!?
৬। বিশ্বাস
স্থানঃ বোদ্ধা পয়েন্ট, থিম্পু, ভুটান।
৭. খোঁজ the search
স্থানঃ ?!?!?!
৮. কতদিন তুমিহীন ।
স্থানঃ কিনব্রিজ, সিলেট।
৯. হাওয়া সাঁতারু ।
স্থানঃ ?!?!?!
১০. মাওয়ার ইলিশ ।
স্থানঃ মাওয়া ।
*কিছু বলতে চাই। কদিন আগে একটা পোস্ট পড়েছিলাম ব্লগার বস শেরজা তপন এর গোয়ালন্দী জাহাজের 'মুরগির ঝোল',
সেখানে জিবে জল আনা সেই আহাজারি পূর্ণ মুরগির মাংস খাওয়ার স্মৃতিচারন আছে। খুব তারাতারি এই মাওয়া ও থাকবে না, যেমনটা নাই একসময়কার জমজমাট দাউদকান্দি ফেরিঘাট। তাই খুব অল্প সময়ই আছে একটা ইলিশ, সাথে ডিম আর লেজের ভর্তার স্বাদ একবারের জন্য হলেও মাওয়ায় গিয়ে চেখে দেখার। তবে যেতে হবে ফেরিঘাটের টিনের চালের সেই চিরচারিত হোটেল রেস্টুরেন্টে। ভুলেও কোন এক্সপ্রেস রেস্টুরেন্টে গিয়ে বে*ব বনে আসবেন না।
১১. ঝিক ঝিক ।
স্থানঃ মনু ষ্টেশন ।
১২. চৈত্রের তাপদাহ ।
স্থানঃ চাতলাপুর চা বাগান ।
ব্লগে ঢুঁ দেয়ার জন্য অশেষ ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২১ দুপুর ১:৩০