লেখালেখির অভ্যেস সেই ছোটকাল থেকেই ছিল . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . না ।
লিখতে ক্লান্তি লাগে। ব্লগে আছি অনেকদিন হল। চুপিচুপি বাকিদের লেখা পড়ে ডুব দেই। অস্বস্তি লাগে, আইডি থেকে সত্ত্বেও কোন লাইক বা কমেন্ট না করে এভাবে চলে যেতে। আমি ভাবি, আমি একজনে কি আসে যায় (অলসের বাহানা দরকার আর কি)।
ছবিব্লগ আমার পছন্দ। এতে লেখা কম, ছবি বেশি। তাই ছবি ব্লগ প্রতিযোগিতা উদ্যোগটা মিস করতে পারলাম না।
আমার এই ছবিগুলো বিভিন্ন সময় আমার ফেবু আইডিতে পোস্ট করে ছিলাম। প্রিয় কিছু গানের পঙক্তি যোগ করা আছে ছবির সাথে। ছবির সাথে পঙক্তিগুলোর খাপ খাওয়ানোর কোন চেষ্টাই করিনি।
লাল
স্থানঃ ভুটানের কোন এক পাহাড়ের শ্যাওলার কোলে ……
একা
স্থানঃ লৌহজং
শুষ্ক/বসন্ত
স্থানঃ শিমুল বাগান। সুনামগঞ্জ
আগমনী
স্থানঃ মানগাঁও, কুলাউড়া
শৈশব
স্থানঃ হাওর, হবিগঞ্জ।
শিকার
স্থানঃ বিছনাকান্দি, ওপারের মানুষজন ।
বৃষ্টিস্নাত
স্থানঃ সাতমসজিদ রোড, ঢাকা।
কংক্রিটশিল্প
উড়োজাহাজ থেকে সংসদ ভবন।
কেশ
স্থানঃ কোন এক পর্যটক, ভুটান।
সবশেষে
স্থানঃ ঢাকা, আমার বাসায়।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২১ দুপুর ১:৫৬