কপাল ওয়ালাদের ডেক সেট আমার মত কারো জন্য টু ইন ওয়ান ই সবে ধন ‘নীল মনি’। কোন মাসে কোন এক ব্যান্ডের ক্যাসেট (এ্যালবাম) বেরিয়েছে। ইত্তেফাকে বড়জোর একটা বিজ্ঞাপন এসেছে। বিনোদনের পাতায় পরের সাপ্তাহে “অডিও বাজার” শিরোনামে একটা রিভিউ থাকলে ও থাকতে পারে। এই ছিল ৯০ এর আইয়ুব বাচ্চু, জেমস, ফজল, মাকসুদদের ব্যান্ড সঙ্গীত আর আমরা।
ব্লগার মিরোরডডল এর এই পোস্টে মন্তব্য করতে গিয়ে ভাবলাম আইয়ুব বাচ্চুর আন্ডার রেটেড ভালো কিছু গান নিয়ে একটা পোস্ট দেয়া যায়।
আজ আপনাদের কিছু গানের লিংক দিব যে সব গান কখনো চর্চায় আসেনি কিন্তু আমাদের অতিপ্রিয় বাচ্চু ভাইয়ের এই গানগুলো ছিল অসাধারণ।
উনার (আসলে সবারই) আন্ডার রেটেড অনেক গান আছে যেগুলো যে এ্যালবামে প্রকাশ পেয়েছে সে এ্যালবামের খুব জনপ্রিয় অন্য গানের আড়ালে হারিয়ে গেছে। যেমন বলব, এল আর বি এর 'সুখ' এ্যালবামের সেই তুমি আর রুপালি গীটারের আড়ালে সেই এ্যালবামের অনেক সুন্দর গান ঢেকে গেছে।
আমরা যারা ৩৫ টাকার মায়া ভুলে কভার সহ পুরো এ্যালবাম কিনেছি তারা সেই তুমি, রুপালি গীটার শুনে শুনে ক্লান্ত হয়ে একসময় ক্ষণিকের জন্য, সুখ গানের গীটার প্লে ও শুনে নিয়েছি। কিন্তু সেই আমলে যে ১০ টাকা দিয়ে বাছাই করা গান রেকর্ড করিয়ে নিয়েছে সে হয়ত কখনো জানেইনি যে এল আর বি র একটা গান আছে 'হাসপাতালে' যে গানটার কথা, সুর আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান মেয়ে থেকেও অনেক গুন বেশি ভাল/সুন্দর।
আর পরবর্তী প্রজন্মের যারা বেস্ট অফ আইয়ুব বাচ্চু ডাউনলোড করেছেন। তারা শুধু মাত্র আইয়ুব বাচ্চুর চরম ফ্যান না হলে বা তার উপর থিসিস না করলে তার আন্ডার রেটেড ভালো গান গুলো শুনেন নি এটা বলে দেয়া যায়।
আর এ যুগে যারা ইউটিউব থেকেই গান শুনেন। তারা শুনলেও শুনতে পারেন কিন্তু মনে রাখেন নি কার গান সেটা প্রায় নিশ্চিত।
আমি যে কার, লিরিকঃ বাপ্পি খান , এ্যালবামঃ সুখ
হাসপাতালে , লিরিকঃ বাপ্পি খান , এ্যালবামঃ সুখ
যত বেশি, লিরিকঃ বাপ্পি খান, এ্যালবামঃ সুখ
অপরিচিতা , এ্যালবামঃ চমক
আজ থেকে আর কখনো বলবো না, লিরিকঃ প্রিন্স মাহমুদ, এ্যালবামঃ দহন তোমার জন্য
নিহত নারীকে , লিরিকঃ প্রিন্স মাহমুদ, এ্যালবামঃ শক্তি
পথ থেকে পথে , লিরিকঃ প্রিন্স মাহমুদ, এ্যালবামঃ আড্ডা
ঈশ্বর, তুমি সযতনে রেখো তাকে
সে বড় অভিমানী, চাপা বুকে
ফিরে গেছে রোদ নেভার আগেই..
ঈশ্বর, আজও অনুতাপে ধুকছে সব
বোবা হাহাকারে চোখ নীরব
বলা হয়ে ওঠেনি তাকেই -
বিদায়.. বিদায়..
আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে তারই এক প্রিয় ব্যান্ড ভাইকিংস এই গানটি করেছে। এই ব্যান্ডটি গানে অনিয়মিত হওয়ায় আইয়ুব বাচ্চু খুব অভিমান করেছিলেন, তাদের সাথে কথা বন্ধ করে দিয়েছিলেন। পড়ে ব্যান্ডটি আবার গানে ফিরে আসলে নিজে গিয়ে তাদের সাধুবাদ জানিয়েছিলেন।
ভাইকিংস ব্যান্ডটি ও আমার কাছে মনে হয় আন্ডার রেটেড। তাদের গায়কি, সুর, কণ্ঠ, লিরিক, ইন্সট্রুম্যানট প্লে সব ডিপার্টমেন্ট ই ১০০ তে ১০০। লিজেন্ডকে ট্রিবিউট দেয়ার জন্য তাদের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে শেষ অংশ আমাকে এখনো শিহরিত করে। তাদের রক ধাঁচের এই গানটি শুনতে পারেন
ঈশ্বর, ভাইকিংস ।
ছবিঃ গুগোল মামু, ধন্যবাদঃ ইউটিউব কাকু।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫১