----------------
২৪ শে অক্টোবর ২০১২,
৮ বছরের নাবিলা ঈদের পুর্বমুহুর্তে উত্তর ওয়াজিরিস্থানের একটি ওকরা খেতে ওকরা তুলছিল দাদী মমিনা বিবির সাথে। সামনেই ঈদ, ছোট নাবিলা আসন্ন খুশী মনে নিয়ে বৃদ্ধা দাদীর সাথে নেচে খেলে ওকরা তুলছিল। আচমকা গগনবিদারী শব্দে কেপে উঠলো উত্তর ওয়াজিরিস্থান, সেই সাথে কেপে উঠলো আসন্ন ঈদের আনন্দে আনন্দিত হওয়া ছোট্ট নাবিলাও।
ছোট্ট নাবিলার ঈদের খুশী ছিনিয়ে নেওয়া এই খলনায়ক আর কেউই নয়, খোদ সি আই এর ড্রোন হামলা।
ঈদের খুশী বানাতে যাওয়া ছোট্ট মেয়েটির চোখের সামনে মারা গেল তার নিজের দাদীসহ পরিচিত অনেকেই, আহত হল নিজের আপন ভাই সহ পরিবারের অনেকেই। ছোট্ট মেয়েটির ঈদের খুশীর দিনটিকে সি আই এ বানিয়ে দিল দাফন কাফনের দিন।
কোনরকমে প্রাণে বেচে যাওয়া নাবিলা সুযোগ পেলো যুক্তরাষ্ট্রে কংগ্রেস হিয়ারিং এর্। ছোট্ট মেয়েটির বর্ননা অনুবাদ করতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেনি অনুবাদক। তাতে কি হবে? তার কথায় পাথর গলেনি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ম্যানদের্। ৪৩০ জনের ভিতরে সারা দিয়েছিল মাত্র পাচ জন। বিষয়টিকে আলজাজিরা সহ অন্যান্য গনমাধ্যম উল্লেখ করেছে 'আন ওয়েলকাম' বলে।
মালালাকে যুক্তরাষ্ট্র যতটুকু 'ওয়েলকাম' করেছে নাবিলাকে ঠিক ততটুকুই 'আন ওয়েলকাম' করেছে।
সাভাবিক ভাবেই প্রস্ন উঠে মালালার করুন ঘটনার পিছনে তালিবান ছিল বলেই কি তাকে নিয়ে এতো টানাটানি?
আর নাবিলার করুন কাহিনীর পিছনে সি আই এ ছিল বলেই কি তাকে অবহেলা করেছে যুক্তরাস্ট্র?
নাবিলার শেষ লাইনটি ছিল, 'এমেরিকার বিরোদ্ধে কেউ কিছু বললে তাকে ধরা হয়, আমার দাদী কিংবা আমি এমেরিকার বিপক্ষে গিয়ে কি এমন কথা বলেছি যার জন্য আমার দাদীকে জীবন দিতে হলো?'
এই লাইনটি কি এমেরিকানদেরকে বিব্রতকর অবস্হায় ফেলেছ?
নাকি অন্য কিছু?
বড় জানতে ইচ্ছে করে।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩১