তোমাকে খুব মনে পড়ে
হাসান মুহাম্মদ মোক্তার
ঠিক যখন বৃষ্টি নামে
অথবা সূর্য ডুবে ডুবে
আমি ভীষণ ব্যকুল হয়ে পড়ি
সমুদ্রের অবগাহনে
তোমাকে নিয়ে দারুণ জলকেলি
অথবা নিকষ কালো অন্ধকার রাত্রি
ঘোর অমবস্যার রাত্রি
দুজন খুব কাছাকাছি
খুব পাশাপাশি
গভীর সে ইতিহাস
সমুদ্রজল
তুমি কি অন্য কারো প্রেমে মজেছো
খুব একটা আগের মত দেখি না
নাকি হাওয়া হয়ে সমুদ্রে ভাসো
তাহলে আমি নাবিক হবো
তোমার বুকে মাথা রেখে
বন্দর থেকে বন্দরে যাবো
নারী ছাড়া পুরুষের জীবন- শূন্য মরুভূমি
চৈত্রমাসের খড়ায় পুড়ে যাওয়া শস্য
কিবাং ভাষাহীন কোন অসহায় প্রাণী
নারী পুরুষ বিহীন থাকতে পারে-
পুরুষ পারে-
নারী ভীষণ প্রয়োজন-
সিলিকনের হলেও চলবে
তবুও একজন ভীষণ প্রয়োজন
রোবট হলেও চলবে
আবেগময় হলে আরও ভাল
তবুও নারী ভীষন প্রয়োজন
যখন খুব একা থাকি
খুব বেশি তোমাকে মনে পড়ে
তোমারও কি খুব মনে পড়ে!
কখনোও কখনোও মনে হয়
তোমাকে নিয়ে সমুদ্রে ভেসে যাই
বহুদূরে অজানা কোন দ্বীপদেশে
এ যন্ত্রের সভ্যতা ছেড়ে
—---------------------------
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৩৪