তুমি ভুলে যেওনা
হাসান মুহাম্মদ মোক্তার
তুমি ভীষণ অভিনেত্রী
তুমি পারো বটে সব!
তুমি তোমার মত করে ব্যবহার করো
আমি চাইলেও পারি না
তুমি শিকলে বাধাও কেন?
তুমি তোমার ব্যবহার করতে চাও
যেমন খুশি তেমন!
তুমি সাবধান হও
পুরুষ কখনোও নারীর শিকলে বাধা পড়ে
ভুলেও যেওনা
তুমি পুরুষ শাসিত সমাজের প্রজামাত্র
সৃষ্টির আদি থেকে অন্ত
সব কতৃত্ব পুরুষের
ভুলে গেছো তুমি স্রষ্টার নির্দেশ
স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ
তুমি কতৃত্ব চেওনা
এটা আমার অধিকার
আমি তোমাকে যেমনি খুশি তেমনি সাজাবো
তুমি আমার ইচ্চার অধীন-
কতৃত্ব করতে যেওনা
বিপদে পড়বে
স্মরণ রাখো তুমি নারী
তোমাকে সৃষ্টি করা হয়েছে মনোরঞ্জনের জন্য
আদমের একা লাগে তাই হাওয়াকে বানাইছো
সুতরাং বুঝতেই পারছো
আমার জন্যই তুমি
তোমার জন্য আমি নই
দেখে শুনে বুঝে পথ চল নারী
মনে রেখো তুমি পুরুষের দাসী
—--------------------------------------------------------
28-02-2024 বুধবার
আমি এই কবিতা্য় নারীকে ছোট করতে চেষ্টা করিনি।বর্তমান প্রেক্ষাপট ও ধমীয়অনুশাসন অনুসারে নারীর পেক্ষাপট তুলে ধরার চেষ্টা করেছি।দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না বা ভুলভাবে উপস্থাপন করবেন না।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০