জন্তু
হাসান মুহাম্মদ মোক্তার
>কিছু জানোয়ার প্রাণ কেড়ে নেয় সুন্দর অথচ শান্ত মানুষদের
>
কিছু হিংস্র হায়েনা যারা ধর্মের দোহায় দেয়
>
কিছু নিরীহ ভালবাসার মুখ কিছু নিরীহ ভালবাসার মুখ অবয়ব
>
যারা পৃথিবীকে ভালবাসত বিশ্বাস করত
>
গোটা পৃথিবীকে ধব্বংশ করতে চায়
>
যারা মানুষের রক্তে হোলি খেলতে চায়
>
তারা জন্তু জানোয়ার বনের বর্বর পাপিষ্ট
>
তারা ধর্মের শত্রু পৃথিবীর ডাস্টবিন
>
তারা ধব্বংশ হউক কোমল পৃথিবী থেকে
>
তারা অত্ত্বহুতি করুক গভীর জঙ্গলে যেখানে অন্যকোন প্রাণ নেই
>
তাদের জন্য মুসলিম বিশ্ব আজ অপমাণিত অপদস্ত
>
জঙ্গল থেকে উঠে আসা কিছু জানোয়ার তছনছ করে গোছানো পরিপাটি জীবন
>
মুক্তি ঘটুক
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫২