সাদা কেশী
হাসান মুহাম্মদ মুক্তার
সোভিয়াত ইউনিয়ন থেকে একদল তরুণীর ভেসে আসা তরী
>সাদা চামড়ার মসৃণতা খুব বেশী খসখসা
আমাকে ফিরে নিয়ে যায় আদিম বর্বরতায়
>গোপন সুখ আমাকে শুড়শুড়ি দেয়
ভালবাসা বয়স বোঝে না,
>বোঝে না কোন যুগের কথা
ভেঙ্গে যাওয়া সোভিয়াতের ক্ষুদ্রাংশ থেকে বেরিয়ে আসা সাদা কেশ
> নীলাভ চোখের চাহনি এখনো ভুলে যাইনি
সুমিষ্ট গন্ধ আমাকে মাতাল করেছে
সব হারিয়েছি সাদা চামড়ার সাদা কেশে
ভালবাসার সব স্বপ্ন বুনন
>
রাশি রাশি ফলের বাগান থেকে অদ্ভুদ গোঙানির শব্দ
> আমি মরি মরি তোমারি কারণে তোমারি বিরহ বেদনায়..
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১২