
এক নদী আখি জল বইয়ে দিলে
আমায় তোমার নিজের করবে বলে
এতখানি আধার গ্রাস করে নিলে
আমায় তোমাতে আলোকিত করতে
ভাবনি কেন...আমার অস্থির মনটাকে
পেন্ডুলামের দোলাচলে নিবিষ্ট দোলক আমাকে

এক সমুদ্র হৃদয় সাজিয়ে রেখেছ
আকাশ খোচানো তারার আলোয়
ঢেউয়ের ডাকে মন বেধে যায়
কালো সাদা নোনা মিঠা চোখের জলে
নোঙ্গর হারানো সারেং আমি
পাড় মিললেও...পাড় কিভাবে ধরি
মহাকাল ধরে দেখছি তোমাকে
কতখানি রুপে কত শত ভাবে
বাঁশবাগান ছিড়ে বেড়িয়ে আসা জোৎস্না
নদীর বুকে শুনতে থাকা একটানা কলকল ধ্বনী
কাশবনের বুকের ধবধবে সাদা মেঘ
গ্রাম্যপথের ঝিঁ ঝিঁ পোকার ডাক
কনকনে শীতের সকালের শিশির বিন্দু
অমাবস্যায় ফুটে ওঠা আকাশের তারার বৃষ্টি

কি নামে, কতভাবে ডাকব তোমায়
অস্থির চিত্তে এক সমুদ্র জোয়ার ভাটা
তবুও তোমার সজীব নিশ্বাসে ঝরে যায়
আমার শত জীর্ন শীর্ন মরা হাজারো শুকনো পাতা।