আজাদ প্রোডাক্টস কতৃপক্ষ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে "রত্নগর্ভা মা" প্রোগ্রাম-র। বিভিন্ন সময় এই বিজ্ঞাপনটি দেখেছি। আমি ও আমার বন্ধু "সুমন" কে নিয়ে আজ আজাদ প্রোডাক্টস এর অফিস পুরানা পল্টনে গিয়েছিলাম বন্ধুর মায়ের প্রোফাইল জমা দিতে। আজই ছিলো শেষ দিন।
প্রসঙ্গটা আসলে শেয়ার না করে পারছিনা। এইবার কিছু অপ্রত্যাশিত অপ্রসঙ্গ....
১। আজ পুরানা পল্টনের অফিসে গিয়ে দেখলাম receiptionist প্রোফাইল গুলো খুলে নিচে dust-র ঝুড়িতে ফেলে দিচ্ছেন।
২। এই প্রোগ্রাম-র জন্য receiptionist ভদ্রলোক নিশ্চয়ই Jurry board-র একমাত্র সদস্য হতে পারেন না।
৩। এই প্রোগ্রামের submission প্রক্রিয়াটি online করা দরকার ছিলো।
৪। কিছু প্রোফাইল জমাদানকারীর সাথে অপ্রাস িঙ্গক কথা-বার্তা আমাদের একটা বড় প্রশ্নবোধক চিহ্নের জন্ম দিয়েছিল।
দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে মায়েরা দেশকে যোগ্য, শিক্ষিত ও সুসন্তান উপহার দিয়েছেন তাঁদের 'রত্নগর্ভা মা' পুরস্কার দিয়ে থাকে আজাদ প্রোডাক্টস।
আমরা এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই। তবে প্রক্রিয়াটি আধুনিক করা প্রয়োজন।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২১