১। গুগলে সংরক্ষিত আপনার সব তথ্য সহজেই ডাউনলোড করতে পারেন। আপনার ফটো, যোগাযোগের ঠিকানা, জিমেলের মেসেজ, ইউটিউব ভিডিও সবকিছুই ডাউনলোড করতে পারেন এখান থেকেঃ https://www.google.com/takeout
২। এক জন ব্যক্তি যে সকল ওয়েবসাইট ভিজিট করে সেই সব ওয়েবসাইট ও অন্যান্য বিষয়ের উপরে নির্ভর করে গুগল প্রত্যেকের জন্য একটি প্রোফাইল তৈরি করে। আপনার আগ্রহের বিষয়, বয়স, জেন্ডার ইত্যাদির সাথে সঙ্গতি রেখে বিভিন্ন বিজ্ঞাপন দেখায় গুগল।
https://www.google.com/ads/preferences
৩। গুগল ক্রোম ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করা হয়। গুগলের নিদির্ষ্ট ওয়েবসাইট রয়েছে যেখানে সেই সব পাসওয়ার্ড ও ইউজারনেম সংরক্ষিত থাকে। https://passwords.google.com
৪। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কেউ কপি করেছে?। তারা যদি গুগলের কোনও পরিষেবা গ্রহণ করে তাহলে আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। অভিযোগের প্রেক্ষিতে গুগল সেই ওয়েবসাইটের নির্দিষ্ট বিষয়টি সার্চ রেজাল্ট থেকে মুছে দেবে। https://support.google.com/legal
৫। কারো অ্যান্ড্রয়েডে ডিভাইসে যদি লোকেশন সার্ভিস অন থাকে তাহলে তিনি এই মুহূর্তে কোথায় আছেন কিংবা কত বেগে অন্য কোথাও যাচ্ছেন তা গুগল ম্যাপের সাহায্যে খুঁজে বের করা যায়। শুধু এখনকার নয়, অতীতের তথ্যও দেখা যাবে। https://maps.google.com/locationhistory
৬। গুগল কিংবা ইউটিউব আপনার প্রতিটি সার্চ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে। আপনি কোন ওয়েবসাইটে ক্লিক করেছেন, কোন ভিডিও দেখেছেন সবই জমা খাকে গুগলের কাছে। এমনকি আপনি যদি অডিও ক্লিপ দিয়ে সার্চ করেন তারও হদিস পাওয়া যাবে নিচের তিনটি লিংক থেকে।
https://history.google.com
https://www.youtube.com/feed/history
https://history.google.com/history/audio
৭। জিমেইল বা ইউটিউবের অ্যাকাউন্ট লগইন করতে গেলে ইউজারনেমের জায়গায় সাধারণত পুরো ইমেল অ্যাড্রেসটি টাইপ করতে হয়। যেমন "[email protected]" লিখতে হয়। তবে এই লিংকটি ব্যবহার করে যেকোনো ইউজারনেম ব্যবহার করা যাবে। অর্থাৎ ইউজারনেমের জায়গায় শুধুমাত্র bangladesh কিংবা অন্যকিছু লিখে পাসওয়ার্ড দিলেও লগইন করতে পারবেন।
https://accounts.google.com/SignUpWithoutGmail
৮। যদি মনে হয় আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে তবে আপনি চাইলেই জানতে পারবে আপনার অ্যাকাউন্টে কোন কোন ডিভাইস থেকে, কোন আইপি থেকে লগ ইন করা হয়েছে, তাদের সম্ভাব্য অবস্থান সবই দেখতে পারবেন এখান থেকেঃ
https://security.google.com/settings/security/activity
৯। গুগলের নিয়ম অনুসারে ৯ মাসের মধ্যে কমপক্ষে একবার গুগলে লগইন না করলে আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে আপনি চাইলে গুগল আপনাকে আগে থেকে এ ব্যাপারে অ্যালার্ট করবে। নিচের লিংকে গিয়ে আপনার মোবাইল ও ইমেল আইডি লিখুন। নির্দিষ্ট সময়ে আপনার মোবাইল এবং ইমেইলে মেসেজ পাঠাবে গুগল।
https://www.google.com/settings/account/inactive
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৩