কবে তোরা বুঝবি ও অমানুষের দল, কবে তোরা মানুষ হবি। কবে নিজের গদির কথা না ভেবে দেশের কথা ভাব্বি??????? কবে নিজের পকেটের কথা না ভেবে রেল লাইনের সেই ছেলেটার দিকে দেখবি যে না খেয়ে ধুকে ধুকে মরছে??????? কবে তোরা ইন্ডিয়ার কুত্তা গুলর পা চাটা বন্ধ করবি?????? আর কত সময় পার হলে নিজের দেশ কে ভালবাসবি। চেয়ে দেখ ওই হ্যাকাররা আজ দেশের গর্ব। কারন কি জানিস????? কারন তারা দেশের জন্য লড়ে। মানুষ আজ আর কিছু না পারুক তাদের কে প্রান ভরে দোয়া করে , সমর্থন করে- আর তোদেরকে গালি দে, গালি। তোরা তো কিছু করতে পারলি না। পারলে তাদের কাছ থেকে দেশ প্রেম শিখ। দেশের জন্য যদি কিছু পারস, যদি একদিন ও দেশ তোদের কিছু দিয়ে থাকে তবে সীমান্তের হত্যা বন্ধ কর, তিস্তার পানি আদায় করে নে, ফেলনি হত্যার বিচার কর।
আমি সাধুবাদ জানাই বাংলাদেশি হ্যাকারদের।
বিশ্বের সবচেয়ে বড় এবং আলোচিত হ্যাকার গ্রুপ 'অ্যানোনিমাস' বাংলাদেশী হ্যাকার গ্রুপগুলোর সঙ্গে কাজ করবে বলে জানা গেছে। অ্যানোনিমাস
বাংলাদেশকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ 'জেডএইচসি' এবং 'দ্যা হ্যাকার আর্মি'। তাছাড়াও মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, পাকিস্তানি এবং থাইল্যান্ডের
হ্যাকার গ্রুপও বাংলাদেশী হ্যাকারদের সাথে একাত্মতা ঘোষণা করেছে।
বাংলাদেশ এ...বং ভারতীয় সাইবার আর্মির এ ‘সাইবার ওয়্যার’ বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে আন্তর্জাতিক
হ্যাকার কমিউনিটিগুলো। সীমান্তে বাংলাদেশীদের হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা ও উলঙ্গ
করে পিটানোর ভিডিও দেখে আন্তর্জাতিক হ্যাকিং গ্রুপগুলো বিস্ময় প্রকাশ করেছে এবং বাংলাদেশকে নৈতিকভাবে সমর্থন
জানিয়েছে। ফলে ইন্ডিয়া আন্তর্জাতিক হ্যাকিং মহলে একঘরে হয়ে পড়েছে।
এদিকে, একটার পর একটা ইন্ডিয়ান সাইট হ্যাকিয়ের কবলে পরে পর্যুদস্থ। ১৪ হাজারের উপর ইন্ডিয়ান ওয়েবসাইট, ৩ হাজারের উপর টুইটার ও ফেইসবুক একাউন্ট হ্যাক করেছে বাংলাদেশী হ্যাকাররা।
বাংলাদেশ- ভারত সাইবার যুদ্ধের যুদ্ধাদের সকল তথ্য জানতে এখনি Bangladesh Black HAT Hackers পেজটি লাইক করে আমাদের গর্বের হ্যাকারদের অনুপ্রাণিত করুন।
Click This Link
১. ২২ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৩৪ ০
++