আমার পুরান একটা পোস্টে পাবেন এক্সনেট (xpressbd.net) নামের একটা কম্পানি সম্পর্কে আমার করা প্রশংসা । আমি ভাল সাপর্ট বা কারও কাছ থেকে কোন কিছুতে উপকার পেলে কখনও কার্পন্য করিনা তা স্বিকার করতে ।
প্রথম থেকে বলি, তাদের লাইন আমি ব্যবহার করছি ১ বছরের উপর হবে । তাদের দারুন সাপর্ট আমার খুবি ভাল লেগেছে ।
প্রথম যেদিন লাইন নেবার এপলিকেশন নিয়ে আসে তাদের লাইন ম্যান আমার মাকে বলে আপনি একটা কম্পানির নাম দিলে লাইন তারাতারি পাবেন ।
তাই তারা নিজেরাই একটা নাম বানিয়ে (আমার বোনের নামের সাথে এন্টারপ্রাইজ জুরে দেয়) সেই নামে লাইন সেটআপের রিকোয়েস্ট পাঠায় ।
আমি যেহুতু অফিসে তাই এগুলো জানলাম আম্মার কাছ থেকে । পরে তারা ফোন করে আমাকে এসিউরড করছেন আমার লাইনের মাসিক খরচ একটাও বাড়বেনা একিই থাকবে । আমিত তাই খুশি হয়ে সবসময় ভাবতাম ভালই এসএমই প্যাকেজ ব্যবহার করছি ।
যাই হউক এভাবে ১ বছর পার হয় এর ভিতরে দুবার সরকার খরচ কমালে আমি মাত্র একবার সাপর্ট পাই । তাদের সাইটে গিয়ে দাম চেক করে দেখি দাম কমিয়েছে কিন্তু আমার কাছ থেকে বেশি নিচ্ছে লাস্ট ৬ মাসের মত ।
তাদের জিগ্গাস করতেই তারা বলছে আপনি কর্পোরট ব্যবহারকারী তাই এমন, পরে যখন বল্লাম এটাত তোরা বানিয়ছিস তখন তারা কোন ঠিক ঠাক উত্তর না দিয়ে আমার উপর দোষারোপ করল ।
আমি বল্লাম তোদের লোকরাই যদি তোদের সাথে উল্টা পাল্টা করে তাহলে আমার আর কি করার আছে তোদের এই গাদা মারকা মেনেজমেন্টের সমস্যার জন্যা আমি ঠকলাম আরকি । কি রকমের লোক ওদের মেনেজমেন্টে আছে তাই অনুমান করতে পারছি ।
ওরা আমার প্যাকেজ পরিবর্তন করে নতুন দামের ১৬০০ টাকা প্যাকেজ দিল এ মাস থেকে ।
এখন নেটে ভাল কইরা রেডিও শুনতে পারিনা খুবি বাজে আবস্থা আমি নিজও ৮-১০ (১৬০০ টাকা মাসে দিয়ে) কেবি কইরা পাই ।
খুচ্ছি এমন আপারেটর যারা কাস্টোমারকে শ্রোদ্ধা করতে জানে আর সত্যিকারের ব্যবসায়ী ।
মজার ব্যপার হল আমার গঠনার পরপরই তারা সাইটের তথ্য পরিবর্তন করে ফেলেছে আমি আগের পরের ছবি দিয়ে দিলাম ।
নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দিল xpressbd (x-net)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন