আগে একটুকু ধারণা ছিলনা কেন হার্ট ফেল করে? পরীখকার ফেল রিকোবার করা যায় কিন্তু হার্ট ফেল করলে তা সহজে ঠিক করা যায় না ।
আমার বন্ধু পড়া লেখার জন্য বাইরে থাকে, ত কিছু দিন আগে দেশ আইছে করন হইল ওর বাবার হার্ট এট্যাক হইছে, বাই পাস আসরোপাচার করা লাগবে ।
ত এ থেক শুরু হল হার্ট এট্যাক সম্বপর্কে জানার আগ্রহ, ত একদিন গুগোলে সার্চ দিয়ে বেসিক কিছু তথ্য পাইলাম । যদিও অনেক কিছু ছিল তবুও এত আগ্রহ নিয়া পড়ি নাই ।
ত কাল ঘঠনা ক্রমে ঔ বন্ধুটার সাথে দেখা, তখন বটে জানলাম মানুষের হার্ট হইল একটা করিয়ার সারভিসের মত, রগ হইল বিশ্বরোডের মত একটা রাস্তা আর রক্ত হইল যানবাহন ।
রাস্তাতে যেমন ভাল ভাবে চলা ফেরা করা যায় যদি রিক্সা না থেকে আর সব যানবাহন যদি একটা নির্দিষ্ট গতি মেনে চলে ।
হার্ট ও কাজ করে একি ভাবে, রক্তে চিনি বা দুষনের পরিমাণ অতিরিক্ত হল রাস্তার রিক্সার মত । যানজোটের মত রক্তের অক্সিজিন সরবারহের কাজে বিগ্ন ঘটে ।
গাড়িতে "জরুরি সংবাদপত্রের কাজে নিয়োজিত" লিখা থাকলে যেমন নিশ্চয়তা পাওয়া যায়, রক্তের কিন্তু এমন নিশ্চয়তা দেবার মত কোন ডাইলগ নাই।
ত যেটা বলছিলাম, হার্ট হইল একটা কোরিয়ার সারভিস মত, এর কাজ হল তদারকি করার আর নতুন নতুন কাজের নির্দেশনা দেওয়া ।
যেমন ধরুন,
"ও ই হালা রক্ত (যানবাহন) ব্রেনের পিজ্জা লাগব, পিজ্জা ডেলিবারি দিয়ে আয় তারাতারি "...
ত আমার বন্ধুরে জিগাইলাম তাইলে এই হার্ট এট্যাক হয় কেন ?
এই নানান ডেলিভারির কাজের জন্য হর্টের ৩/৪ টা রগ (রাস্তা) আছে, যেগুলো দিয়া রক্ত ঘুড়াঘুড়ি করে, ধরতে পারেন হার্ট হইল একটা রিফুইলিং স্টেশন + নতুন কাজ নিবার স্থান ।
এই যে ৩/৪ টা রাস্তা দিয়ে যানবাহন (রক্ত) গুলো আসছে, যদি একটা রাস্তার মুখে রিক্সা ডুইকা পরে ত কি হইব বুজতেই পারেছেন । ত এই রক্তে থাকা ময়লা আর চিনি ড্রেনের মুখ বন্ধ করার মত অবস্থা করে ফলে । আর এভাবে আপনার হার্টে প্রয়োজোনীয় যানবাহন না পেয়ে পার্ফরমেন্স হারাতে থাকে ।
এভাবে অনেক দিন চলতে থাকলে আপনার হার্টে আসার সবগুলো রাস্তায় একে একে ময়লা বা রিক্সায় ভরে যেতে পারে । ত এভাবে চলতে থাকলে একসময় জোর করে রক্ত (যানবাহন) চলার চেস্টা করলেই ঘটে বিপত্তি, বুজতেই পারছেন গাড়ি রিক্সার সাথে লাগলে কেমন লাগে । ত ভেংগে যেতে পারে রাস্তা ঘাট (রগ) আর তখনই হবে আপনার হার্ট এট্যাক ।
বাচার উপায় --
ব্যায়াম করুন, কম খান, কমল পানীয় পরিহার করুন, উগ্রো পানীয়ও পরিহার করুন, হাসুন আর হাসান তা হলেই ভাল থাকবে আপনার ভিতরে সুপ্ত কোরিয়ার সার্ভিস ।
হার্ট ফেল এর কাহীনি শুনতে শুনতে হার্ট এ ব্যাথা অনুভুব করছি 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ১১টি উত্তর


আলোচিত ব্লগ
হামাসকে দিয়ে গাজায় ঠিক কী কী উপকার হয়েছে?
ইসরায়েলের বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১১৫ জন ফিলিস্তিনি এবং আরও অন্তত ২১৬ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায়... ...বাকিটুকু পড়ুন
স্টারের কাচ্চি বিরিয়ানী
শেষ কবে স্টারের কাচ্চি খেয়েছিলাম আমার মনে নেই। আগে একটা সময় ছিল যখন কাচ্চির নাম নিলে যে নামগুলো সবার প্রথমে সামনে আসতো তার ভেতরে এই স্টারের নাম থাকতো। এখনকার... ...বাকিটুকু পড়ুন
পিনিক চা
একটা গান আছে- পিনিক পিনিক লাগে।
ফালতু গান। পচা গান। পিনিক নামে একটা বাংলা সিনেমাও হয়েছে। আসলে 'পিনিক' শব্দটির আভিধানিক কোনো অর্থ নেই। সাধারণত নেশাদ্রব্য সেবন করার ফলে... ...বাকিটুকু পড়ুন
নটীদের আড্ডাখানা ছিল সংসদ!
বাজারে যত নটী আছে হাসিনা সবগুলোকে একছাদের নিচে দক্ষতার সংগে জমায়েত করতে পেরেছিল। সেই নটীদের ছিলনা কোন যোগ্যতা কিংবা না ছিল কোন রাজনৈতিক ব্যকগ্রাউন্ড; তারপরও নটীরা সংসদে যেতে পেরেছিল।... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগঃ প্রকৃতি
কিছুক্ষণ আগে পাতায় পাতায় গড়িয়ে পড়েছে বৃষ্টির ধারা; তার চিহ্ন রয়েছে জমে থাকা পাতার ফোঁটাগুলায়, মাঝে মাঝে নিচে পড়ে গিয়ে ছোট্ট শব্দ তুলছে, বাতাসে ভেজা মাটির গন্ধ, আর দূর... ...বাকিটুকু পড়ুন