আজকের ঈদটার এখনও তেমন কোন কিছু উপভোগ করার মত হইনি ।
গত কাল যখন গরুটা দেখলাম মনটা খারাপ হইয়া গেল, আহারে ১দিনের অতিথি,
বাদ দা ওয়ে,
সকালের পার্ট :
রাত ৩টা ঘুমিয়ে সকাল ৬টা উঠলাম । তাও আবার বাবার তারাফুরার জন্য, তারারতারি নামাজ পরে গরু কুরবানী দিব ।
গসল টসল করে ৬.৪০ এর মধ্যে সেমাই খেয়ে বেরিয়ে গেলাম নামাজের জন্য । বাসা থেকে হেঠে হেঠে বাইতুল মুকারম এ গেলাম । যথারিতী নামাজ কালাম শেষে লম্বা মুনাজাত করে বাসায় ফিরা ।
আমাদের বাসায় বটে ছেলে বলতে আমার বাবা আর আমি, আর আছে আমার ছোট বোন দয়, অরা বটে অনেক ছোট । তাই যথারিতী আমার উপর বাবা একটু বেশী নিরভর করতে চান, কিন্তু কি আর করার, জীবনে কখনও এসব জামেলা চেস্টা করি নাই, আজও করলাম না ।
বাবার গুতো গুতি থেকে মুক্তি পেতে দরজার বন্ধ করে একটা ঘুম দিলাম এক ঘুমে উঠলাম যখন আমার ছোট বোন ডাকল খাওয়া রেডি, গরু কাটা কাটি শেষ তখন ।
আমার বটে কুরবানীর গরু খেতে তেমন একটা ভাল লাগেনা । তাই এখনও কিছু খাইনি । সেমাই খেতে গিয়ে দেখি গরুর গন্দ আচ্ছে তাই সেমাই ও খাওয়া হইনি।
যাগ্গা এখনও প্রর্যন্ত ঈদ কেমন হল টের পাইনি । লাস্ট এফ এম থেকে গান শুনছি আর ব্লগ পড়ছি ।

আলোচিত ব্লগ
ফ্রিতে ১০১ টি AI টুল, কোনটির কি কাজ বাংলায় বর্ণনাসহ!!
ফ্রিতে ১০১ টি AI টুল, কোনটির কি কাজ বাংলায় বর্ণনাসহ!!
AI টুল ব্যবহার করে জীবনকে করুন আরও সহজ এবং সৃজনশীল! কয়েক ঘন্টার কাজ করে নিন কয়েক... ...বাকিটুকু পড়ুন
সৈয়দ মশিউর রহমান বনাম হাসান কালবৈশাখী: একি ঘৃণার নতুন সংস্করণ?
ব্লগার সৈয়দ মশিউর রহমান শিল্পী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করার প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি আশা করেছেন যে ফারিয়াকে জেলে পাঠানো হবে এবং তাকে ‘ডিম থেরাপি’... ...বাকিটুকু পড়ুন
ফিলিস্তিনের সমাবেশে লাখ লাখ লোক যায় অথচ রোহিঙ্গাদের করিডর বিষয়ে উনারা নিশ্চুপ এটা মোনাফেকী হওয়া গেলো না ?
রোহিঙ্গাদের ভাষা ও সংস্কৃতি আমাদের থেকে ভিন্ন সেই জন্য রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ী ভাবে বসবাসে ব্যাপারে একেবারেই আগ্রহী না ।জাতিসংঘের মানবিক করিডর বাস্তবায়ন হলে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত যাওয়ার একটা সুযোগ... ...বাকিটুকু পড়ুন
বাংলা বাক্যে "কি" এবং "কী" এর ব্যবহার; অনেকেরই যা অজানা
বাংলা বাক্যে "কি" এবং "কী" এর ব্যবহার; অনেকেরই যা অজানা
বাংলা ভাষায় "কি" এবং "কী" দুটি আলাদা অর্থ ও ব্যবহারে প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়। এদের পার্থক্য বোঝার জন্য আমরা ব্যাকরণ, উচ্চারণ,... ...বাকিটুকু পড়ুন
স্যাটায়ার পোস্ট : " মুজিব " ছবিতে অভিনয় করেও জায়েদ খান যে কারণে বেঁচে যেতে পারেন !
ইন্টেরিম সরকার দেশ ব্যাপী মারাত্মক সংস্কার শুরু করেছে। সে সংস্কারের অংশ হিসাবে ' মুজিব : একটি জাতির রূপকার ' ছবির সাথে সম্পৃক্ত লোকজনকে সাইজ করতে মাঠে নেমেছে পুলিশ।... ...বাকিটুকু পড়ুন