somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধা নরমাল ঘটনা - ১

০৭ ই মে, ২০১২ রাত ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৭ সালের ঘটনা, তখন আমার বয়স ৬। ৬ বছর বয়সের ঘটনা কারো খেয়াল না থাকাই স্বাভাবিক বিষয়। কিন্তু আমার আরো আগের ঘটনাও খেয়াল আছে। মোট কথা আমার স্মৃতিশক্তি অনেক ভাল।
যাই হোক, আমি তখন গ্রামে থাকি পুরা দাদী-চাচী-চাচামার্কা ফ্যামিলিতে। আমাকে স্কুলে ভর্তি করানো হল। আমি স্কুলে যেতে তখনো চাইতাম না, এখনো ভার্সিটিতে শুধু মাত্র পরীক্ষা দেয়ার টাইমেই যাই। আমি ছোট থাকতে অনেক শয়তান ছিলাম, এখনো আছি কিন্তু বয়সের কারণে শয়তানির ধরণ পরিবর্তন হয়েছে। ছোট কালের শয়তানি দেখে দাদী অনেক চিন্তিত অনুভব করলেন। ছোট কালের শয়তানিগুলোর উদাহরণ হিসাবে বলা যায় - আমি তুখুর গালিবাজ ছিলাম। এই গালিগালাজ শিখেছে পাশের বাড়ির হাফেজের আব্বা নামের এক ব্যাক্তি থেকে। তিনি এখন মরহুম। আমি ঐসব গালিগালাজের মানে তখন না বুঝলেও ভাল লাগত, এইকারণে যাকে তাকে যেইখানে সেইখানে গালি দিয়া দিতাম।
দাদী মনে করলেন আমার ভিতর ভৌতিক কোনো জিনিসপত্র কাজ করছে। জ্বিনে পাইছে টাইপের। এরপর আমার অজান্তে দাদী আমার আম্মির সাথে পরামর্শ করে এক এলেমদার হুজুরকে ডাকলেন আমার জ্বিন তাড়ানোর জন্য। হুজুর দুপুরের দিকে এলেন ফিনিক্স সাইকেলে করে। তিনি তাঁর ফনিক্স সাইকেলের পেছনের ক্যারিয়ার ধরে আলগা দিয়ে সাইকেলের ঠ্যাং নামিয়ে সাইকেল দাঁড় করিয়ে সামনের রুমে বসলেন। ঐ সাইকেল গুলার একটা বৈশিষ্ট্য হল, সাইকেল দাঁড় করালে পেছনের চাকাটা আলগা অবস্থায় থাকে, তখন সাইকেলের প্যাডেল ঘুরালে পেছনের চাকাটাও ঘুরে। অনেকটা জিমনেসিয়ামের সাইকেল গুলার মত। হুজুর সামনের রুমে গিয়ে বসার সাথে সাথে আমি বের হয়ে গিয়ে হুজুরের সাইকেলের প্যাডেল ঘুরাতে লাগলাম আর চাকা কিভাবে ঘুরে তা দেখতে লাগলাম। আমার পুরুপুরি খেয়াল আছে এসব। সাইকেলের প্যাডেলের মাঝখানে লেখা ছিল GHK. সাইকেলের সিটে একটা পিংক কালারের কাপড়ের কভার ছিল।
কিছুক্ষণ পর দাদী আমাকে ভিতরে ডাক দিলেন। ভেতরে গিয়ে দেখলাম হুজুর খাটের উপর বসে আছেন আর তার সামনে একটা ছোট টুল। আমাকে দাদী বললেন, হুজুরকে সালাম দেয়ার জন্য। আম্মি এবং চাচীরা অন্য রুম থেকে পর্দার আড়াল থেকে ব্যাপারটা খেয়াল করছেন। আমি ভেতরের দরজার দিকে তাকিয়ে বুঝতে পারলাম। আমি হুজুরকে সালাম দিলাম। উনি আমাকে আপনি আপনি করে কথা বলছিলেন। কোন ক্লাসে পড়েন। কেমন আছেন টাইপের। এরপর দাদী বললেন ঐ টুলে গিয়ে বসতে -হুজুর আমাকে দোয়া করে দিবেন যাতে করে আল্লাহপাক আমার এলেম বিদ্যা সীমাবিহীন করে দেন। আমি গিয়ে বসলাম টুলের উপর। হুজুর আমার পেছনে খাটে, আমি উনার সামনে নিচে টুলের উপর বসলাম। হুজুরের গা থেকে আতর পারফিউমের খোশবু পাওয়া গেল। আমি এখনো ঐ খোশবু স্মরণ করতে পারি। হুজুর এবার তাঁর পা দুইটা সামনের দিকে নিয়ে আসলেন। মানে আমাকে ধরে রাখার জন্য। পাবলিক বাসে উঠলে যেরকম গাদাগাদি অবস্থা লাগে আমার ঐরকম লাগল। এরপর হুজুর উনার দুইটা হাত আমার দুই চোখের উপর রাখলেন পেছন থেকে। জিজ্ঞেস করলেন, আমি কি চোখে দুইটা গোল চাকা দেখতে পাচ্ছি কিনা। গোল চাকা দেখতে পাওয়ারই কথা। আমি বললাম, আমি জোনাকি টাইপের কিছু আলো দেখছি। হুজুর এরপর দোয়া কালেমা আরম্ভ করলেন। কতক্ষণ পড়েছেন মনে নাই। এরপর বললেন, যাও আম্মুর কাছে।
এপর্যন্ত আমার পরিষ্কার খেয়াল আছে।পয়েন্ট বাই পয়েন্ট। কিছুদিন আগের ঘটনা। আমি এখন চট্টগ্রাম আছি, এখানে আব্বু আম্মু সহ এসেছি অনেক আগে। আম্মির সাথে কথা হচ্ছিল, জসিমের আম্মা নামের এক মহিলা সম্পর্কে। উনি মারা গেছেন এবং ওনার ছেলে জসিম বিদেশে আছে এই টাইপ কথাবার্তা। আমিই আম্মিকে এসব বলছিলাম, যে জসিম বিদেশে আছে, ঐ মহিলাটা মারা গেছে এসব। আম্মি এসব শুনে আমার মনে রাখার প্রশংসা করলেন। এরপর এই কথার লেজ ধরে উনি ঐ হুজুরের কথা জিজ্ঞেস করলেন, আমি কি ছোট থাকতে হুজুরকে কথাগুলো ইনায়ে বিনায়ে বলছি নাকি সত্য সত্য। আমি বললাম, যে কারো চোখে হাত দিয়ে চেপে ধরলে চোখে জোনাকি দেখবে চাকা দেখবে, এইখানে বানিয়ে ইনিয়ে বলারতো কথা নেই। আম্মি বললেন, জোনাকির কথা না। আমি নাকি তখন বলেছিলাম, আমার নাম নুরুল আবসার। আমি আমাদের বাড়ির তালগাছের আশেপাশে থাকি। কিন্তু হুজুরের কাছে আমি মাফ চেয়েছি আর বলেছি যে আমি এই দেশ ছেড়েই চলে যাচ্ছি। বিমানে করে চলে যাব। এইসব।
আমি ভাবলাম আম্মি আমার সাথে মজা করছে। কিন্তু উনি সিরিয়াস। আমি বাড়িতে গিয়ে চাচি আর দাদীকে জিজ্ঞেস করেছি, দুজনেই বললেন আমি এইসব হাবিজাবি বকেছি নাকি। হুজুর মারা গেছেন, নাইলে উনার সাথেও দেখা করতাম।
আমার কাছে আজীব লাগল এই বিষয়টা যে, সাইকেলের চাক্কা ঘুরানো হইতে হুজুরের গায়ের আতরের ঘ্রাণ সহ খেয়াল থাকবে কিন্তু মাঝখান দিয়া এই কথা গুলান খেয়াল থাকবে না কেন?
একটা ব্রেইন কেমনে জিনিসপত্র স্মৃতিতে সংরক্ষণ করে এইটা বৈজ্ঞানিক বিষয়। একই সময়ে একই ফ্লো'তে ঘটে যাওয়া সব ঘটনা খেয়াল আছে কিন্তু মাঝখানের কথাগুলো মেমোরী থেকে স্কিপ করার বিষয়টা বুঝা গেল না।

আরো কিছু আউলা টাইপ আধা নরমাল ঘটনা ঘটেছে আমার সাথে। সময় পেলে শেয়ার করব।
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে মুসলিম চরিত্রের অনুপস্থিতি: এক অনালোচিত প্রশ্ন?

লিখেছেন মুনতাসির, ২৫ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:০৫

সত্যজিৎ রায়, যিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত, তাঁর চলচ্চিত্র, গল্প এবং গোয়েন্দা সিরিজ ফেলুদা বাস্তববাদী চরিত্র, সমাজচিত্র, এবং গভীর দার্শনিকতা নিয়ে আলোচিত। তবে তাঁর কাজের মধ্যে একটি... ...বাকিটুকু পড়ুন

সুরের জাদু: গিটার বাজালে কি ঘটবে?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪১



গাজীপুরের পুবাইলের পুরনো গির্জাটি রাতের আঁধারে যেন জীবন্ত হয়ে ওঠে। এই গির্জার নির্মাণকালে কিছু না জানা কুসংস্কারের অনুসরণ করা হয়েছিল। গাজীপুরের লোককথায় বলা হয়, এই গির্জার নিচে আটটি... ...বাকিটুকু পড়ুন

শুধু হিংস্র, আগ্রাসী নয় ভারত লুটেরা, লোভী এবং সাম্রাজ্যবাদীও বটে.....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৪

শুধু হিংস্র, আগ্রাসী নয় ভারত লুটেরা এবং লোভীও....

জন্মলগ্ন থেকেই ভারতের হিংস্র ও আগ্রাসী। পাকিস্তানের সাথে যোগ দিতে চাওয়া এবং স্বাধীন থাকতে চাওয়া কিছু অঞ্চল যেমন হায়দ্রাবাদ, ত্রিবাংকুর, ভূপাল, যোধপুর, জুম্ম-কাশ্মীর,... ...বাকিটুকু পড়ুন

২০০৮- ২০২৪, হাসিনা ভারতের জনম জনমের ঋণের কিছুটা শোধ করেছেন মাত্র

লিখেছেন নতুন নকিব, ২৫ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১০

২০০৮- ২০২৪, হাসিনা ভারতের জনম জনমের ঋণের কিছুটা শোধ করেছেন মাত্র

এআই দ্বারা তৈরিকৃত রাজনৈতিক কার্টুন—যেখানে বাংলাদেশ-ভারত সম্পর্কের অসাম্যতা ও রাজনৈতিক নির্ভরতার প্রতীকী উপস্থাপন করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকদের দ্বৈত চরিত্র এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা!

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১৬


বাংলাদেশে শিক্ষার মান নিয়ে সবার মুখে নানা রকম কথা শোনা যায় । কেউ কেউ বলছেন দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হচ্ছে , কেউ বলে দিন দিন তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

×