তন্দ্রাময় কোন নিঃশব্দ নিশীথে বাতায়ন হবো ,
সাদা বকের ডানায় আবেদন ,'দিগন্ত হয়ে ওঠো ।
নাইবা হলো ঘাসফুলের ডগায় শিশির শিশির সুখ ,
নাইবা হলো বৈশাখে দিঘিময় ভেসে ভেসে সুখের পরিকল্পন ।
প্রতিবার বরষায় সাদা সাদা বরফ টুকরো আচমকা নামে ধরায় !
তারা চলে যায় ,রোদ বৃষ্টিতে বদলায় ,ভিজে শ্রান্ত আঁখি ও আলয় ।
চুলের ডগার জলে তৃষ্ণা মিটুক ,তবুও বাঁচুক ,বেঁচে থাকুক ।
সমুদ্র সমুদ্র হয়ে কাঁদে অভিমানী চোখ ,তবুও সমুদ্রের নেশা !
মিনান্তিক দৃষ্টিতে কি স্পষ্ট নয় ,জল সবুজ হয় !
সবুজের বুকে নীল আকাশ আকাশী হয়ে যায় ,
নীল কিন্তু আকাশেরই রঙ ,আকাশী হয়ে রয় !
এসব ভুল স্বপ্নের অবহেলায় দুঃস্বপ্ন কাঁদে নির্ঘুম ঝুল বারান্দায় ,
কুমিরের দাঁতেও মাংসাসি স্বপ্ন থাকে ,খুবলে খাবার নেশায় !
প্রতিনিয়ত কালো কালো ঘৃণা সাদা হয়ে অভ্যস্ততার হাসি হাসে ,
সবকিছু মেনে নিয়ে অসুখী তীব্রতায় মহাসুখ কাঁদে আজব অপেক্ষায় ,
জীবনের প্রতিবিম্ব মরণ ,সে যে ভয়াবহ সত্য ,যন্ত্রণাময় ,তবুও সত্য ।
পাহাড়ি পাহাড়ি ফুলে পাহাড়ি পাহাড়ি মায়া ,
মরু তপ্ততায় ফুলহীন লতা ,মৌমাছি অভিমানী ,পরাগায়ন হয়না !
সাদা চিকচিকে বালি নীলের লোভে বাতাসের ডানায় নীড় গড়ে নেয় ,
তবুও সে বা তারা চলে গেছে, চলে যায় ,রমণ যেন নীল নিষ্ঠুরতায় ।
উৎসর্গ - আম্মুকে ।।