একদিন অপরাহ্নে বৃষ্টি শেষে কাপা কাপা স্বরে বলেছিল সে -
"ছেড়ে যাবে নাকি হে" !
হেসেছিলাম খুব ,মানব মানবীকে ছেড়ে যেতে পারে !
একদিন শিশির ভোরে জানতে চেয়েছিল -
"রমণীর চোখে কি শিশির থাকে ! যা রমণে বাস্প সাজে !
কি জানি কে জানে !
এখন যে প্রণয় দিঘি প্লাবিত করার সাধ জাগে ।
খিলখিলিয়ে হেসেছিল ,বিরবিরিয়ে বলেওছিল -
"এত বেহায়া হলে কি করে" !
আবার হাসলাম ,সেদিন কি বলেছিলে জানো ?
বাঁশিওয়ালা , বাঁশির সুর হার মানে মিলনের সুরে !
আরও বলি ? মুখ চেপে ধরলে বলবো কি করে !
আর তারপর সে আমি - আমি সে কতো যে কথা হল ,
লেখা আছে সমুদ্রে , পাহাড়ে ।
মোড়ের ফুচকাওয়ালা পর্যন্ত জানে ,
টক জলে ভেজানো আমার আঙুল চুষতে তার ভালো লাগে !
অশান্ত প্রজাপতি ,সেদিন বলে, প্রিয়তম -
আমরা এখন থেকে ফুলের পাপড়ি খেয়ে বাঁচি চল !
যাক তাও এটা আগের থেকে ভালো !
সেবার মলিন নীল চাদর হতে চেয়েছিল ।
আর একদিন গভীর রাতে ঝগড়া ক্ষণে ,
কাঁথা বিহীন পালঙ্ক হবে বলেছিল !
এইতো সেদিন চোখ রাঙিয়ে -
চোখের পাতা হতে চেয়েছিল যেন চোখ পরনারী না দেখে ।
উৎসর্গ - স্বভাবিনীকে !!!!!