তাই হোক,কবির মত খুন হয়ে যাবো সুখের নেশায় ।
বনলতা,সুরঞ্জনা,লাবণ্যের মতো আরও নীল বিষের পেয়ালায় ।
হারিয়ে যেতে চাই আকাশে,পাতালে,ভূমিতে,বক্ষে ভীষণ অবেলায় ।
অবশেষে এ ফাগুনে মহা আগুনে হৃদয় পুড়ে খাক !
কি যে তার মুচকি হাসি,ঠোঁট বাকানো,মরবো নাকি আজ ?
কেমন করে চোখ চেয়ে সে কেমনে আঁখি লোটে,কি যে কারুকাজ !
মুখ যেন তার বিষাদ গিরি,আমার বাড়ি,শখের দীর্ঘশ্বাস ।
আমার প্রতি অভিমানে মন পোড়ায় ঘরের কোণে,কি যে সর্বনাশ !
দৌড়ে গিয়ে ছাদে দাড়ায়,আমারে কি দেখতে পায় ভীষণ বরষায় !
আমার খোঁজে ঘুড়ি উড়ায়,বাতাস যোগে চিঠি পাঠায়,দেখা করতে চায় !
পাগল ভেবে দূরে সরায়,একা একা স্বপ্ন সাজায়,বেলা অবেলায় ।
সে আমারে দূরে রাখে,দূরে থাকার নাটক করে,আজব নাট্যকার ।
মন পবনে নাও ভাসিয়ে,পালের সুতো নিজেই কেটে একলা তরী বায় ।
আমারে সে আবিস্কারে,মানচিত্রে চোখ বুলায়ে-
চুলের কাটা হাতে লয়ে যুদ্ধে নেমে আমারে তাড়ায় !
উৎসর্গ- তোমাকে