কচুরিপানার ঢিপির আড়ালে সখাহীন ডাহুক প্রলাপে মরে,
পেঁচার নাকি সাধ হয়েছে রূপসী মাছরাঙার পতিদেব হবে!
ভূমি সমস্ত মিশে যেতে চায় গগনে,তাঁরার প্রতি মিথ্যে অভিমানে।
শুনেছে,তাঁরারা প্রজাপতি প্রেমে মধু জমাতে চায় অগ্নিবক্ষে,মহা গোপনে।
এ কেমন প্রণয় বিধি,প্রিয় পুড়ে যাবে জেনেও ভালোবাসে কত যতনে!
সখা আমার সেই যে গেল দিঘীর পাড়ে কাক ভোরে ফড়িংয়ের খোঁজে,
কি জানি কি আসেনা কেন!চেয়ে চেয়ে দেখে কোন ডাহুকীরে।
সখা আমার অমন নাকি,যেথায় সেথায় বিলাবে পিরিতি!
হয়তো সে আসছে ধেয়ে,জড়াবে মমতায় অভাগীনিরে বুকের ভাঁজে।
বলবে “সখী মান করেছ?এসেছি একেবারে খালি হাতে”
মৃদু হেসে জানাবো তারে, “মধু জমা আছে তো অন্তরে?
দাওনা!মহাসুখে ঢিপির আড়ালে পোহাবো নিশি এ দুপুরে।”