ভার্চুয়াল জীবনে ব্লগ অধ্যায় শুরুর পর মনে করতাম ব্লগ একটা বিশাল সিরিয়াস বিষয়। এইখানে সব মহামতিদের আনাগোনা। আমিই কেবল আবাল টাইপের পাবলিক।
আমি যখন শুরু করি, মানে ২০১১ সালের দিকে, তখন সত্যি ব্লগস্ফিয়ার মোটামুটি একটা ভদ্র জায়গাই ছিল। ফেসবুক অনেক বেশি হালকা গোছের একটা অঞ্চল মনে হইত।
খাওয়া থেকে টয়লেটে যাওয়া, কোন কিছুই স্ট্যাটাসের বিষয় থেকে বাদ পড়ত না, এখনো পড়ে না। তাই এইটার উপর এক আধটু বিরক্তিও ছিল।
ব্লগে মোটামুটি সেমি ম্যাঙ্গো সেমি বুদ্ধিজীবীদের সমাবেশ ছিল। তাই এইখানে কিছুটা সেমি ইনফরমাল ইনফরমেশনও জুটত। আর বাতচিৎ তো ছিলই। মোটাদাগে খারাপ লাগত না। প্রথম দিকে আমি যথাসাধ্য বাতচিৎ এড়ায় যাওয়ার চেষ্টা করতাম। সেইজন্যে নিরামিষ টাইপের পোস্ট দিতাম বেশি। পরে অবশ্য আমিষের দিকে যাই। “মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকবে বদলায়, কারণে অকারণে বদলায়” (জহির রায়হান, রক্তাক্ত প্রান্তর)। সূত্রমতে নিজেকে মানুষ বলেই গণ্য হয়।
অভিজ্ঞতা বলে, ব্লগে বেশিরভাগ পাবলিক আসে রিলাক্স হওয়ার জন্যে। আর এখানে যেহেতু কিছুটা সেমি-মজলিসি ঢঙের উপস্থাপনা বা উপস্থাপিত হওয়া যায়, তাই বেশিরভাগ উঠতি বয়সের মধ্যবিত্ত মননের বুদ্ধিজীবিরাই এখানে আসে। নিজের বুদ্ধিবৃত্তির জাহিরও হয়, আবার জ্ঞানগরিমার দেখাও মেলে। কলা বেঁচা, রথ দেখা- একসাথেই হয়।
কিছু কমন জিনিস সহজেই চোখে পড়ে। যেমন; ফটোগ্রাফি, যৌন চুলকানি প্রভৃতি হালকা বিষয়ক নিরামিষ টপিক বেশি হিট পায় Click This Link । আমিষীয় টপিকের মধ্যে আস্তিকতা-নাস্তিকতা, রাজনৈতিক দলবাজি নিয়ে বেশি মাতামাতি হয়, তর্কতর্কি হয়। তাই হিটও খায় বেশি।
নারী ব্লগারদের পোয়াবারো অবস্থা। আর যদি একটা সুন্দর মৃুখাবয়বের পটচিত্র থাকে, তাইলে তো কথাই নাই। কিছু টপ ব্লগিস্টদের ঘিরে তর্ক বিতর্ক বেশি জমে।
সিরিয়াস বিষয়ের সাথে একটু রং রস মিশায় দিলে, পাবলিক মনে হয় বেশি খায় । পদ্য মদ্যের প্রতি পাবলিকের কিঞিৎ অরুচি আছে মনে হয় Click This Link আবার নির্ভেজাল তত্ত্ব মত্ত্বের একটা নির্দিষ্ট শ্রেণি আছে, এরা নিজেরা তৈরী করে, নিজেদের মধ্যেই খাওয়া দাওয়ার কাজটা সেরে ফেলে। ম্যাঙ্গো পিপল এগুলার বেশি ধার ধারে না। যদিও একাডেমিক কাজে লাগলে তখন আবার হুমড়ি খা্য়।
নির্দিষ্ট শ্রেণিকে নিয়ে লিখলে সেইটা বেশি জনপ্রিয়তা অথবা অপ্রিয়তা পায়(অপ্রিয়তাও একপ্রকার জনপ্রিয়তার ইঙ্গিত দেয়)। এই শ্রেণি কিন্তু সব শ্রেণি না। যেমন, গার্মেন্টসকর্মীদের নিয়া লিখলে বেশি চলবে না Click This Link , কিন্তু আপনি যদি কোন নামকরা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ নিয়া পোস্ট দেন, আর সেই টা ওই শ্রেণিরে একবার ধরাইতে পারেন, তাইলেই হইছে….. Click This Link আর হালের বিষয়টা তো আছেই।
এতক্ষণ যা কিছু বললাম, সব সামুর উপর বেস করে। অন্য ব্লগে আমি মাঝে মধ্যে যাই, বলা যায় গেস্ট। সামুতে মোটামুটি সিনিয়র সিটিজেন।
বি:দ্র: অভিজ্ঞতা সব সময় সঠিক নাও হতে পারে। কারণ গবেষণা নির্ভর নয়।
হামজানামা