একটি কবিতা লিখা হবে বাদে কিছুক্ষণ
মেঘমালারা বারি পাত করিছে ক্ষণে ক্ষণ।
গগনভেদি কামান গোলা পরিছে মুহুর্মুহু
দুরুদুরু ভয়েতে কাপিছে বুক বাদ যায়নি কেহ।
জানালার পাশে প্রেমিকার ছলছল চোখ
বৃষ্টিরো সাথে সে কেঁদে ভাসাইছে বুক।
হাজারো প্রশ্ন অন্তরে তার দিয়েছে উঁকি
এরই লাগি লইয়াছি আমি এত বড় ঝুকি?
দেহখানা রইছে পরে জানালারই পাশে
মনটি তার ভিজেই চলেছে বারিধারা অজস্রে
বজ্রধ্বনিতে বাজছে যে হায় মৃত্যুর পরোয়ানা
আমি বাদে এই কথাটা নয়তো কারো জানা
বৃষ্টির তালে ঝড়ছে অঝোরে চোখেরো পানি
হারিয়ে যাবো কোন একদিন এই কথাটা জানি।
মিশে যাবে হাজারো স্মৃতি অকূল পাথারে
সব অশান্তির সাংগ করে তোমায় চিরতরে।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৯