ইচ্ছা হলেই নামবে জলের ধারা
ভালবাসাকে করবে সারা পাড়া।
ইচ্ছা হলেই উড়বে স্বপ্নময় ঘুড়ি
দুজন মিলে বাধাঁবো কাড়াকাড়ি।
ইচ্ছা হলেই আকঁবো তোমার ছবি
মনের মাঝের রংগুলো বিলিয়ে দিব সবি।
ইচ্ছা হলেই নদীর মাঝে ভিজাবো তোমার পা
তোমার গড়া অবিশ্বাসগুলোকে বলব সরে যা।
ইচ্ছা হলেই দু:খ আমার রাখবো জমিয়ে
অভিমানে কেঁদে দিব বালিশ ভিজিয়ে।
ইচ্ছা হলেই মুছে দিবো অতীতের সব স্মৃতি
কোন অজুহাতে ঘটাবো না ভালবাসারি ইতি।
( নবম শ্রেণীতে থাকাকালীন লেখা কবিতা )
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮