আপনারা কি লক্ষ্য করেছেন ?বেশ কিছু দিন ধরে ব্লগের পরিবেশ মলিন যাচ্ছে । পোষ্ট হচ্ছে কিন্তু পাঠক নেই । চারিপাশে কেবল শূণ্যতা । পাঠকহীন ব্লগ সে তো অর্থহীন ।
হাসি থাকবে ,ঝগড়া হবে তর্ক বিতর্ক হবে তবেই তো ব্লগ জমবে , পাঠক বাড়বে । আমরা নিশ্চিত এমন নীরব পরিবেশ চাইনা ।
ব্লগ আছে কিন্তু তার প্রান যেনো কোথায় বাধা পড়ে আছে । আমাদের কি করনীয় কিংবা কি করা উচিত ভাববার সময় কি এখনো আসেনি ? এমনি ভাবে চললে অনেক ব্লগার হারিয়ে যাবে । হারিয়ে যাচ্ছেও ।
ব্লগ আমাদের অনেকের কাছেই জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে । ভালো লাগা যেখানে ঘিরে আছে । আমরা চাই সে তার আগের প্রাণ ফিরে পাক ।
এখন আপনারা ভেবে বলুন কি করা উচিত । কেমন ভাবে ব্লগ কে আমরা জাগাতে পারবো ।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:১০