প্রায় পাঁচ বছর পর আবার ময়মনসিংহ যাওয়া হলো । অনেক অপেক্ষায় ছিলাম কবে যেতে পারবো, আধো কি যাওয়া হবে । অপেক্ষার অবসান হলো অবশেষে । সেই ট্রেন , সেই ভাঙা রাস্তা অতীত মুহূর্ত যেন আবার ফিরে এলো । অসীম ভালোলাগায় কলেজ প্রাঙ্গনে পা রাখলাম । মেইন যে কাজে গিয়েছিলাম ঘন্টা খানিক খুঁজেও সেই কাগজ অফিসের লোকজন খুঁজে দিতে পারলো না । আমার সাথের ফ্রেন্ড যখন রাগে ফেটে যাচ্ছিল , আমি ভয়ে ভয়ে বললাম কিছুতেই আজ ঢাকা ফিরবো না । আমার ইচ্ছেশক্তি দেখে বেচারি হেসেই সম্মতি জানালো ।
হোস্টেল এ গিয়ে দেখি এলাহি কান্ড ,ফ্রেন্ডরা খালাকে আগেই বলে রেখেছিলো , বিশাল রান্নাবান্না চলছে । ঘুরতে এসে বাসার খাবার! বরাবরই আমার অপছন্দ ,ঐখানে সরগরম নামে একটা রেষ্টুরেন্ট আছে ,ওনাদের আচারি খেচুরি টা তখোন দারুন ছিল ,সাথে চা টা ছিল চমৎকার । কিন্তু এবার খাবার মান যাচ্ছেতাই অবস্থা , আমার খুশি দেখে ফ্রেন্ডরা কিছু বললনা । চা মুখে দিয়েই মন খারাপ হয়ে গেল ।
বিকেলে অবশেষে এতো বছর পর ফ্রেন্ড দের দেখা পেলাম । আনন্দ অদৃশ্য অশ্রু যেন বয়ে চলেছে । আগের সেই ভালোলাগা , তাই হয়তো বলা হয় প্রথম ভালো লাগা কিংবা স্মৃতি কখনও ভুলবার নয় । কৃষি বিশ্ববিদ্যালয়ে আধা ঘন্টার মধ্যে আমরা ঘুরা শেষ করলাম । সময় যেন দৌড়িয়ে বেড়াচ্ছিল । রাতে নতুন রেস্টুরেন্টে পাস্তা এক্সপেরিমেন্ট । অবশেষে হোস্টেলে ফিরলাম । সবকিছু আগের মতোই আছে , নতুন বলতে কলেজ প্রাঙ্গনে ডিএনএ পার্ক । রাত এগারোটায় সবাই মিলে ডিএনএ পার্ক এ চমৎকার কিছু মুহূর্ত কাটালাম । হোস্টেল ফিরে আরও কিছু ফ্রেন্ড আমাকে দেখে ভূত দেখার মতো অবাক হলো । খুশিতে জড়িয়ে ধরে রুমে যেতে বলল , বললাম চা খাবো ,ওরা বললো শাবীবা এখুনি গরম পানি দিচ্ছি, তাড়াতাড়ি আসো ।
রাত সাড়ে বারোটায় আরেক হোস্টেলে গেলাম ,আরেকজনকে দেখা তখনো বাকি ,অবাক হলাম ওর রুম গোছানো দেখে । জড়িয়ে ধরতেই ও বলল শাব্বু তুই আগের মতোই আছিস ।
রাত দুইটা পর্যন্ত চলল গল্প আর লুডু খেলা , অবশেষে মশার কামড় খেতে খেতে আমরা ঘুমিয়ে পড়লাম । বহু দিন পর যেন ভালো একটা ঘুম দিলাম । সকালে বিদায় নিয়ে বাসে উঠা, নিজ গন্তব্যে ফিরার অপেক্ষা । বাস যখোন ময়মনসিংহ ছেড়ে যাচ্ছিল , একরাশ মন খারাপ নিয়ে ভাবছিলাম এই বুঝি শেষ সবাই কে দেখা, আর কখনও কি এতোগুলো মুখ কিংবা মুহূর্ত একসাথে পাবো ! চোখ ছলছল করতেই ফোনে ওরা স্বান্তনা জানালো ।
এভাবেই শেষ হলো একটা দিন , যা ছিল অজস্র ভালো লাগার সাক্ষী । প্রথম অনুভূতি গুলো বুঝি এমনি হয় ,হাজার ভালো লাগা পরে এলেও তা কখনও ভুলবার নয় ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৫