একটা ছেলে ও মেয়ে দুজন দুজনার বিশ্বাসের আমন্ত্রনেই কাছে আসে,
সম্পর্কটা গভীর হতে থাকে।
কিন্তু এতো আবেগের ভালবাসা ঠুনকো কোন অবিশ্বাসের কারণেই ভেঙ্গে যায়।
তখন কেউ কাউকে ক্ষমা করতে পারে না।
আসলে ব্যাপারটা ছিল নিতান্তই ছোটখাটো- ক্ষমার অযোগ্য শব্দটা ব্যবহার করে
সম্পর্কের মাঝে প্রাচীর তৈরী করে ফেলে যা অতীতের গঠনা গুলো শুধু স্মৃতি হয়ে রয়।
দুজনই কষ্ট পেতে থাকে—তবুও কেউ কাউকে ক্ষমা করতে নারাজ।
অবশেষে………..চুড়ান্ত সিদ্ধান্ত ব্রেকআপ।
যা জীবনের অন্তীম সময়েও কোন পরিচিত গান বা হেটে বেরানো রাস্তায় মাঝে মাঝেই স্মৃতিচারণ হয়ে ওঠে।
সে স্মৃতিগুলো চোখকে না কাঁদালেও মনকে ঠিকই কাঁদায়।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১০