পৌষের কোনে এক গোধূলী লগ্নে এসেছিলে মন আঙ্গিনায়, ভাবনার ভাবচ্ছলে আপন হয়ে গেলে।
যখন একটু না হলে দেখা বা কথা আবেগী হৃদয় বিরহী উষ্নতা অনুভব করে।
জানি না কতখানি আপন আমি তোমার কাছে—আমি শুধু এতটুকু বলতে পারি, যদি না হত দেখা তবে জীবন অস্পৃশ্য হয়ে যেত।মনকে বোঝাতে পারি নাই কিছুতেই শূন্য মনে থাকতে কিন্তু মনকে বোঝাতে পারিনি, এ মন আমাকে ডেকে বলে এক নজর তোমাকে কাছে বসিয়ে নীল নয়নে দেখি।
কখনই ভাবিনি আমার এত আবেগী ভালবাসার পথ মারিয়ে দুরে হারিয়ে যাবে।
তোমাকে না পাওয়ার বেদনাতে এখন রাতের আধারে সন্ধ্যে তারা আমার কথার সঙ্গী””””””””
https://web.facebook.com/hafizmahmud.jeet
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৭