সপ্তরথী স্বপ্নের সোনালী ছোঁয়ায়
উত্তাল হৃদয়ের উন্মাদনায়
জেগেছে আজ নব আহলাদের ঢেউ,
হৃদয় গুন্ডির প্রতিটি নিঃশ্বাসে
চলছে তার ছলছলানি।
কৃষ্ণচূড়ার ডালে পাখিদের গুঞ্জনে
রং তরঙ্গের সাথে ঝরনার মিতালিতে,
উড়ো উড়ো বাতাসে আজ
উড়িয়ে দিলাম সেই রং।
সাজের বেলায়, রবির খেলায়
কাদা মাটির ভেজা মাঠে
বলাকারা ঝাঁকে ঝাঁকে
উড়ছে আবার ছুঁয়েছে
গোধূলির বুকে ঐ নীল আসমান।
বলাকার পাখনায় মিশিয়ে দিলাম
ভালোবাসার রং।
রজনী গভীরে মৃদু জোৎসনায়
হাসনা হেনার সৌরভে
জোনাকিরা ছড়িয়ে বেড়ায়,
ভালোবাসার রং।
নিশি ভোরে শিশির ভেজা দূর্বা ঘাসে
এলোকেশী রমণীরর
নগ্ন পায়ের কোমল স্পর্শে সিক্ত
ভালোবাসার রং।
দিক বিদিকে কচি পাতায়
সবুজের সমারোহে ধরেছে যেই রং,
সূর্যমুখীর নব উদয়নে
উঁকি দেয় সেই রং,
বৃষ্টি ভেজা কদম গুচ্ছের ফোঁটায়
ঝরছে ভালোবাসার রং।
জুঁই চামেলি রক্তজবা
পদ্ম মালতী কাঞ্চনমালা
আর নন্দনকাননে পুষ্পিত
পুষ্পরেণুর ইন্দ্রজালে
মুখরিত ভালোবাসার রং।
প্রবল প্রতিক্ষার ইতি লগ্নে
মৌন ভঙ্গীতে
নয়নে নয়ন রেখে হেসে হেসে
প্রিয়তমার নগ্ন চোখের
একফোঁটা অশ্রুতে মিশে আছে
ভালোবাসার রং।
তোর আগমনে আজ ভালোবাসার
রংগের আগুনে মেতেছে ফাগুন,
স্বাগতম হে
"সপ্তরথী স্বপ্নের ছোঁয়া" স্বাগতম।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ রাত ৯:২৭