মানুষের জীবনে প্রেম নামক অধ্যায়টা অনেকের জীবনে একবার আবার অনকের জীবনে বহূবার আসে। আমার জীবনে একবার বা দুবার নয় ৩ থেকে ৪ বার এসেছে। আমি এতে সফল হতে পারি নাই। সেই ছোটবেলায় যখন প্রেম কি, কাকে বলে বুঝতাম না তখন থেকেই আমার জীবনে প্রেম নামক ব্যাপার স্যাপার ঘটতে থাকে। আর তখন আমার বাসার কাছে একজন মেয়ের প্রতি আমার এক অজানা ভাললাগা কাজ করত। তাকেই আমার মনে হত প্রেম বা ভালবাসা। যাই হোক সেই কৈশর থেকে আমার ভালবাসার অধ্যায় শুরু তারপর সময়ের আবার্তে আমার পছন্দ একজন থেকে আরেকজন এর দিকে ধাবিত হতে লাগল। যাই হোক স্কুল লাইফ থেকে যখন আমি কলেজের লাইফে পা দিলাম তখন আবার আমার জীবনে ভালবাসার জোয়ারে ভেসে গিয়েছিল। প্রেম করলাম পুরো একটা বছর। সময়ের আবর্তে আবার সেই ভালবাসায় ছেদ পড়ল। মনে যে কষ্ট ছিল তাতে কোন দুঃখ ছিল না। ২য় বর্ষে আমার আরো একজন বান্ধবী কে ভাল লাগা শুরু হল কি আর করব। কোন রকমে তাকে আমার ভাল লাগার কথা ব্যক্ত করলাম। কিন্তু তার চরম বাস্তববাদী কথা আমাকে ভীত করে দেয় প্রেম ভাললবাসার প্রতি। কি আর করব? বাদ দিলাম ভালবাসার পদক্ষেপ। সেই থেকে আমার জীবনটা ভাল ভাবেই কাটছিল। সময়ের আবর্তে আবারো আমার জীবনে ভালবাসার সুত্রপাত ঘটে। এখন অনার্স করছি। আমার বিষয় ইংরেজি। তাই অনেকের কাছেই আমি প্রশংসায় পঞ্চমুখ হতে থাকি। তার সুবাদে আমি বিভিন্ন জায়গায় টিউশনি আর কোচিং এ পড়ানোর সুযোগ পাই। ফলে সেখানে আমারই এক ছাত্রী আমার প্রতি দুর্বল হয়ে পড়ে। যাক ভাবলাম ভালবাসার শুরু হয়ে গেল যখন আমার জীবনটাকে না হয় খুব সুন্দর ভাবে সাজাতে পারব ভালবাসার রঙিন সব স্বপ্ন দিয়ে। কিন্তু এই সম্পর্কটার বয়স যখন দুবছর হল তার পর থেকেই আমার লাইফে নেমে আসল যত সমস্যা। আমার প্রতি সেই মানুষটা আর কোনে আগ্রহ খুজে পাচ্ছে না। কি আর করা? আমার কোনো কিছুই করার ছিল না। আমার লাইফটাই বরবাদ হয়ে গেল। তাই বলে আমি হাল ছাড়ি নাই। আমার ভালবাসার মানুষটার জন্য আমি অপেক্ষা করতে রাজি ছিলাম। কিন্তু আমাকে সে এখন তার বন্ধু বান্ধব দিয়ে নানা ভাবে ভয় দেখাচ্ছে। আমি বুঝলাম না। যাকে আমি প্রচন্ড ভালবাসতাম সেই আমাদের সম্পর্কটাকে ভেঙ্গে দিয়ে এখন উল্টো আমাকেই শাসাচ্ছে। এখানে আমার কোন ফল্ট আমি বুঝতে পারছি না। এই বিচ্ছেদটা হয়েছিল সেই গত মাসের ৭ তারিখ। তার পর থেকে আমি তার সাথে কোনো রকম যোগাযোগ করি নাই। কিন্তু সে আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছে।
এখন থেকে মেয়েদের প্রতি আমার প্রচন্ড ঘৃণা মনের ভেতর বাসা বেধেছে। আর কখনই তাদের প্রতি আমার ভাল ধারনা জন্মাবে না।
I hate girls..................................................
They are the meanest creatures in the world.
They are cruel in nature.
They have no personality.
I hate you my dear sweet beloved.