শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণের কাজে এর মধ্যে সরকার দেড় হাজার কোটি টাকা ব্যয় করেছে। তিনি বলেন, বিশ্বব্যাংক ঋণ দিক আর না দিক, সরকার পদ্মা সেতু নির্মাণের কাজে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে।
অলিম্পিক গেমস-২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিনের সফরে শেখ হাসিনা এখন লন্ডনে রয়েছেন।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি-সংক্রান্ত বিশ্বব্যাংকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রোববার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেন তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। একই সাথে ছুটিতে গেছেন সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। বিশ্বব্যাংকের শর্ত পূরণ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রগুলো বলছে। বিশ্বব্যাংক ঋণচুক্তি অব্যাহত রাখতে মন্ত্রীসহ কয়েকজন সরকারি কর্মকর্তার নাম দিয়ে তাঁদের ছুটিতে পাঠানোর শর্ত দিয়েছিল।
গত সেপ্টেম্বরে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে বিশ্বব্যাংক। এ সময় সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির চেষ্টার অভিযোগ আনা হয়। গত জানুয়ারিতে তাঁকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নামে একটি নতুন মন্ত্রণালয় করে তাঁর দায়িত্ব দেওয়া হয়েছিল।
সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগ সরকারের দুই দফায় দুবার মন্ত্রী হয়েছিলেন। দুবারই তাঁকে পদত্যাগ করতে হলো। ১৯৯৬-২০০১ মেয়াদে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। দুই পাসপোর্ট ব্যবহার করে বিদেশভ্রমণের দায়ে তাঁর মন্ত্রিত্ব যায়। আর এবার গেল পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের কারণে।
প্রকৃত দেশপ্রেমিকের সংগা কারো জানা ঠাকলে একটু শেয়ার করবেন....................আমি সেটা হতে চাই ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৬