চট্টগ্রামে সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে জাহাজে বিস্ফোরণে সাইত্রিশ শ্রমিক নিহত হয়েছেন। মালিক পক্ষ এবং বিভিন্ন সঙবাদ মাধ্যম একে পরিত্যক্ত দাবী করে হতাহত কম দেখাচ্ছে। অথচ এই জাহাজটি কাটার কাজ চলছিল।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুন্ডের চৌধুরী ঘাটা এলাকার ম্যাক করপোরেশন শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ প্রাণামে এ বিস্ফোরণ ঘটে। সীতাকুণ্ডের মাষ্টার আবুল কাশেম এ ইয়ার্ডের মালিক।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে পরিত্যক্ত জাহাজটির বয়লার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় আশপাশের ২-৩ কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়ে।
বিস্ফোরণের তীব্রতা এতো ভয়াবহতা ছিল যে, পুড়ে যাওয়া একটা লাশ প্রায় দুই কিলোমিটারের দূরে বার-আউলিয়ায় একটি রি-রোলিং কারখানায় এসে পড়ে।
সীতাকুন্ডের জোড়াম তল থেকে একজন ভদ্রলোক এই ঘটনা পত্রিকা ও টিভি চ্যানেলে ফোন জানান। সে মোতাবেক সাংবাদিক আসেও। কিন্তু টাকার ছড়াছড়িতে আসল ঘটনা চাপা পড়ে গেছে।
দুটি সংবাদ মাধ্যমের লিংক দেখুন:
Click This Link
Click This Link
অনুগ্রহ করে পরিচিত কেউ থাকলে বেলা বা এই ধরণের সংগঠনকে বিষয়টি অবহিত করুন।
শিপইয়ার্ডের বাইরে শ্রমিকদের পরিবার ও বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে পুলিশ সদস্যদের কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৬