পাকিস্তানীদের জন্য সত্যিই আফসোস হয়। আজ পর্যন্ত এ দেশটার শাসন ক্ষমতায় যারা এসেছে, তারা ছিলো মাথা গরম আর মাথা মোটা। আন্দোলন করে যে মানুষগুলো পাকিস্তান আনলো, পিতৃপুরুষের ভিটা ছেড়ে পাড়ি জমালো ‘স্বভূমে’, তাদের মোহভঙ্গ হতে সময় লাগলো না। এই মাথা গরম আর মাথা মোটার দল নাগরিকদের উপর যে নৃশংসতা চালালো, তার দ্বিতীয় কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসে নেই। এই মাথা গরম আর মাথা মোটাদের হাতেই দেশটা আজো ঘুরপাক খাচ্ছে। সর্বশেষ যাকে পাকিস্তানের প্রধান মন্ত্রী বানানো হলো, সেই ইমরান তো আরো এক ধাপ এগিয়ে। সে মাথা বিকৃতও।
রেহাম খানের বইয়ে সে সব বিকৃতির কিছু বর্ণনা পাওয়া যাবে। তবে ইমরানের কাহিনী জানার জন্য নয়, বইটাকে একজন সংগ্রামী নারীর গল্প হিশাবে নিতে পারেন। তিনি তার বইয়ের বর্ণনা অন্যান্য জীবনী গ্রন্থের মতো না দিয়ে গল্পের মতোই দেয়ার চেষ্টা করেছেন। আর মাঝে মাঝে কিছু উদ্ধৃতি পাবেন, যেগুলো ভালো লাগবে। মিডিয়া, ব্যবসা এবং রাজনীতির ভিতরের কিছু তিক্ত সত্য কথাও তিনি নিয়ে এসেছেন। তিনি তার দেশটাকে ভালো করার স্বপ্ন দেখেন। আমরাও চাই দেশটা ভালো হোক।
বইয়ের নাম : রেহাম খান
লেখক : রেহাম খান
ধরন : আত্মজীবনী
প্রকাশক : অন্যধারা
বইমেলায় পাবেন : ১৯৭-১৯৮ নম্বর স্টলে
মূল্য : ৭৫০ টাকা, ছাড় ২৫%
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১২