বছরের শুরুর দিক বলে ফেব্রুয়ারিতে বরং একটু টানাটানিই থাকে মধ্যবিত্তদের। জানুয়ারিতে বাচ্চাদের স্কুলে ভর্তি, দরকারে বাসা পাল্টানো—এতে ভালো পরিমাণ টাকাই চলে যায়। এই বাড়তি টাকাগুলো যদি ধার করতে হয় তাহলে তা আবার পূরণ করতে করতে মার্চ চলে যায়। সে কারণে ফেব্রুয়ারিতে বই কেনা মধ্যবিত্তদের জন্য খুব যে সহজ তা বলা যাবে না।
তাহলে?
যে কোনো মেলারই মূল উদ্দেশ্য থাকে প্রদর্শনী; বিক্রয় নয়। সুতরাং মেলায় যাবেন বইয়ের তথ্য নিয়ে আসার জন্য। বই উল্টে-পাল্টে দেখবেন ভিতরে কী আছে। বিজ্ঞাপন দেখে তো আর বইটা কেমন তা বোঝা যায় না।
এরপর বই কিনবেন সারা বছর ধরে। অনলাইন বুকশপগুলো তো বিষয়টা একেবারেই হাতের মুঠোয় নিয়ে এসেছে।
আমার মতে একজন শিক্ষিত মানুষের প্রতি মাসে অন্তত একটা বই কেনার পরিকল্পনা থাকা উচিত। আমাদের দেশে সাধারণ মাপের বইগুলোর দাম এক-দেড়শো টাকার মধ্যেই থাকে। এ পরিমাণ টাকা খরচ করা একেবারে অসাধ্য কোনো বিষয় নয়। এবার আমার যে বই বের হয়েছে সেটার দাম মাত্র ৬০ টাকা (সুযোগ পেয়ে নিজের ঢোল একটু পিটিয়ে নিলাম)।
তো, বছর জুড়ে বই কিনুন; বই কিনে জমান; বই কিনে উপহার দিন।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১