তোমার ভিতর চলছে ভাঙন—কেউ জানে না।
তোমার ভিতর জ্বলছে লাভা—কেউ জানে না।
উপর থেকে দেখছে সবাই সব স্বাভাবিক,
সব কিছু ঠিক।
সরার নিচে ফুটছে না কি পুড়ছে কিছু—
কেউ যদি না সরায় সরা,
তার চোখে কি পড়বে ধরা?
ভাঙন শেষে আসবে যখন শেষ ভাঙনের চূড়ান্ত রূপ,
তখন কী আর থাকবে করার? সবাই তো চুপ
চুপটি হয়ে দেখবে তখন তলিয়ে যাওয়া;
হারিয়ে যাওয়া তুমি তখন কোথায় হাওয়া!
লাভার যখন ঘটবে প্রকাশ, থাকবে তখন কী আর করার?
ভিতর থেকে কলজে-হৃদয় গলার পরে হয় যে লাভা,
কেউ কি আছে এ রূপ ধরার?
সরার ভিতর সব পুড়ে ছাই
যখন হবে, দেখবে যখন আর কিছু নাই,
তখন শত হায়-হাহুতাশ কী ফল দেবে,
সময়মতো দহন যদি আর না নেভে?
তোমার ভিতর চলছে ভাঙন—কেউ জানে না।
তোমার ভিতর জ্বলছে লাভা—কেউ জানে না।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৬