নশ্বর শরীরের ভিতর জেগে উঠে
হাজার বছরের প্রাচীন কামনা,
যা আমার পূর্ব পুরুষের শরীরে জেগে উঠত,
রক্তের ভিতর রাজত্ব করতো।
শরীর বাড়তে থাকে
কামনা জাগতে থাকে
শরীর খুয়ে যেতে থাকে
কামনা পরবর্তী পুরুষের দিকে ধাবিত হতে থাকে।
কামনার শেষ নেই,
কামনার শুরু নেই
কে জানে কবে থেকে
কোন আলো বা অন্ধকার থেকে শুরু হয়ে ছিল।
এক শরীর থেকে অন্য শরীরে
আলো থেকে অন্ধকারে,
সময়ের সাথে কোন এক অপ্রতিরোধ্য
শক্তির মতো প্রবাহমান।
কামনা আর কামনা
অতৃপ্ত এক প্রবাহ
শুধু ছুটে চলা
তার প্রবাহ কি শুধু নশ্বর জগতে
না কি অবিনশ্বর জগতেও আছে ?
কামনা আছে শরীর আছে
কামনা নেই মৃত্যু আছে।
এক শরীর থেকে অন্য শরীরে
আলো থেকে অন্ধকারে,
সময়ের সাথে কোন এক অপ্রতিরোধ্য
শক্তির মতো প্রবাহমান।
কামনা আর কামনা
অতৃপ্ত এক প্রবাহ
শুধু ছুটে চলা।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:০৭