জন্মলগ্ন থেকে চলছে...
যা চিরকাল চলবে,
কোন দিন থামবে বলে মনে হয় না।
জীবন মৃত্যুর অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে,
জীবন মৃত্যুর মাঝামাঝি লগ্নটা কি
তা দিয়েই ভরে থাকবে ?
কাম ক্ষুদা ঘৃণা
রক্ত অহংবোধ,
নেতিয়ে পড়া গোলাপ
আর মারাত্মক ভাবে আহত পাখি,
পূঁজে আটকে থাকা মাছি।
অদৃশ্য হয়ে থাকা ভয়ংকর সিরিয়াল কিলার,
যার কোমরের শাণিত অস্ত্র
প্রতি নিয়ত হুমকি প্রদর্শন করে।
এই কি জীবনের উপাদান,
জীবন মৃত্যুর অবিচ্ছেদ্য অংশ?
সারাদিন গোলক ধাঁধার মাঝে ঘুরতে ঘুরতে,
সহজে বুঝতে পারা বাঘবন্দি খেলা।
সিগারেটের শেষ অংশের মতো বেচে থাকা,
অন্ধকার নোংরা গলি,
ডাস্টবিনে জমানো ময়লার পাহাড়,
কোন ইঞ্জিন থেকে পোড়তে পোড়তে বেড়িয়ে আসা কার্বনডাই অক্সাইড,
তারপর বায়ুমণ্ডলে মিশে যাওয়া।
এই কি জীবনের উপাদান,
জীবন মৃত্যুর অবিচ্ছেদ্য অংশ?
জন্মলগ্ন থেকে চলছে...
যা চিরকাল চলবে,
কোন দিন থামবে বলে মনে হয় না।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:০০