এই ম্যাসেজটা তোমার জন্য,
রাগ করোনা প্লিজ, যখন তুমি এই ম্যাসেজটা পাবে বা পড়বে তখন আমি হয়তো জানতে পারবো না তুমি কি উত্তর করলে। বিশ্বাস করো বরাবরের মতো আজ আমি কোন উত্তরের আশায় এই ম্যাসেজটা লিখছি না। আজ পর্যন্ত আমার কোন ম্যাসেজের উত্তর তোমার কাছ থেকে পাইনি, আজোও আশা করিনি, তাই তোমাকে এই ম্যাসেজটি সেন্ড করে আমি চলে যাচ্ছি বহুদূরে, আমার সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে, তাই বলে জীবন থেকে পালানোর জন্য আত্মহত্যা করছিনা।
কথায় কথায় অনেক কথা বলে ফেললাম।
এবার মূল প্রসঙ্গে আসি:
আমি সেই প্রথম দিনের কথা বলছি, এক গুচ্ছ কদম ফুল বৃষ্টির দিনে তোমাকে দিয়ে ছিলাম। তুমি কদম ফুলের গুচ্ছটি ছিন্ন ভিন্ন করে ফেলে দিলে, বৃষ্টির পানিতে ভাসতে ভাসতে কোথায় হারিয়ে গেল, খুব কষ্ট করে জেনে ছিলাম কদমফুল তোমার পছন্দের, তবে তা জানতাম না আমার দেওয়া কদমফুল তুমি গ্রহণ করবে না। তারপরও আমি হাল ছাড়িনি বারবার তোমার সাথে যোগাযোগের চেষ্টা করেছি তুমি এড়িয়ে গেছো, অনেক চেষ্টা করে যোগাযোগ হলেও তুমি আসবে বলে বসিয়ে রেখেছো দিনের পর দিন কোন কপি হাউজে অথবা কোন রেস্তোরায়। সন্ধ্যার পর বিষণ্নতায় ফিরে আসতাম আরেকটা নতুন দিনের আশায়।
মোবাইল ফোন এবং ল্যান্ড ফোনে অনেক বার চেষ্টা করেছি, দেখা হলে খুব সংক্ষিপ্ত পরিসরে উত্তর " ব্যস্ত ছিলাম" ভালো আছো প্রশ্নের উত্তর দেবার সময় তোমার হাতে নেই। মানুষে মানুষে যে সম্পর্ক থাকে তুমি তাও আমার সাথে রাখতে চাও নি। তোমার কথা ভাবতে ভাবতে আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্যের কথা ভুলে গিয়েছিলাম।
আনমনে হয়ে রাস্তা পার হওয়ায় আমার একটা রোড অ্যাকসিডেন্ট হয়, তোমাকে জানাতে চেয়েছি, তখন তোমার ব্যস্ততা আরো বেড়ে গিয়েছে। তখন আমি ধীরে ধীরে বুঝতে পারলাম তোমার মনে আমার কোন স্থান নেই। তাই তোমাকে বিরক্ত করি না। কিন্তু তোমার কাছ থেকে প্রতিদিনের এই অবহেলায় আমি শিখতে পারলাম জীবন কাকে বলে, বাস্তবতা কাকে বলে। আজ আমার নিজের উপর অনেক অভিমান ও ঘৃণা হয় কারন তোমার হাতে কদমফুল তুলে দেওয়ার চেয়ে অনেক আনন্দের কোন বৃদ্ধ লোকের হাত ধরে রাস্তা পার করে দেওয়া। তোমার অপেক্ষায় কপি হাউজে অথবা রেস্তোরায় বসে টাকা নষ্ট না করে কোন ছিন্নমূল শিশুর মুখে এক টুকরো রুটি তুলে দেওয়া অনেক আনন্দের।
তাই তোমাকে বিরক্ত করা আর তোমার কাছে নিজেকে অবহেলিত করা কোনটার ইচ্ছেই আমার নেই। আমি বৃদ্ধ লোকের হাত ও ছিন্নমূল শিশুর হাসি নিয়েই থাকতে চাই। এই সংবাদটা জানানোর জন্য শেষ ম্যাসেজটা লিখা।
নিজের প্রতি খেয়াল রেখো।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০২