পহেলা চৈত্রের
মধ্য দুপুর, প্রচন্ড সূর্যতাপ,
বায়ুমন্ডলটা মনে হয় পেট্রলপাম্পের মতো জ্বলে উঠবে,
একবুক পানি নিয়ে লম্বা নারিকেল গাছটি বোকার মতো দাড়িয়ে আছে।
সোনালি ডানার চিল রৌদ্রস্নান করতে করতে উড়ে বেড়ায় রৌদ্রনিলিমায়।
বেওয়ারিশ কুকুরছানাটি একফোঁটা পানি না পেয়ে মারাই গেল,
তাতে কার কি আসে যায়।
মার খেতে খেতে গৃহহারা বিড়ালটি এদিক ওদিক করে বেড়ায়,
আরেকটি নতুন গৃহের খুজে।
কুচকুচে কালো কাকটির মনে হয় সমস্ত শরীর এসিডে ঝলসে গেছে, তার কা..কা যেন অরণ্য রোদন।
হায়রে চৈত্রের দুপুর,
মানুষ তো কোন না কোন ভাবে তার শান্তি খুজে নিয়েছে,
এই মধ্য দুপুরে, প্রচন্ড সূর্যতাপে সোনালি ডানার চিল, গৃহহারা বিড়াল তাদের কি হবে?
বেওয়ারিশ কুকুরছানাটি তো মারাই গেল।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৮