নিষিদ্ধ নিশ্বাস
তোমার নিশ্বাসে অক্সিজেন নেই,
কার্বন ডাইঅক্সাইড নেই,
তোমার নিশ্বাসের সাথে মিশে আছে নদীর মতো বহমান কার্বন মনোঅক্সাইড।
তোমার নিশ্বাসের সাথে মিশে আছে হেমলকের জলীয় দ্রবন,
তোমার নিশ্বাসের সাথে মিশে আছে সায়ানাইডের গন্ধ,
তোমার নিশ্বাসের সাথে ফোঠে উঠে কালো কোবরার ফণা।
নিষিদ্ধ আঁখিজোড়া
তোমার আঁখিজোড়াতে কোন মায়া নেই,
কোন শিশির কণা নেই,
তোমার আঁখিজোড়াতে আছে বিশুদ্ধ অগ্নিস্নান,
আছে গিজার বছরের কালো উত্তপ্ত কয়লাদ্বয়,
হাজার বছরের কালো বিষাক্ত জলপদ্ম,
তোমার আঁখিজোড়াতে রক্তশিরা নেই,
আছে দুটো রক্তখেকো মাংসপিণ্ড।
নিষিদ্ধ ছোঁয়া
তোমার ছোঁয়াতে সোনালি পালকসুখ নেই,
তোমার ওষ্ঠ ছোঁয়াতে চেতনা নেই,
আছে নোংরা দেয়ালফাটা কামনা।
তোমার ছোঁয়াতে গোলাপ ঝরে যায়,
গোলাপের পাপড়িতে জন্ম নেয় বিষাক্ত কাটার।
তোমার ছোঁয়াতে কাশফুল ঝরে যায়,
জ্বলে উঠে দাবানলের মতো,
পুড়ে সোনালি চিলের পালক।
তোমার ছোঁয়াতে বিশুদ্ব পানি অংশ নেয় রাসায়নিক বিক্রিয়ায়,
পরিনত হয় নাইট্রিক এসিডে।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮