আমি জীবনে যতবার আব্বার জন্য কাপড় কিনলাম, ততবারই তা হল বেশী ঢোলা বা বেশী লম্বা। প্রতিবার কাপড় কিনে আনার পরে আম্মা বলে, "এ্যাতো বড় কাপড়!!! তোমার আব্বা কি একটা হাতি নাকি?"

এবার ঈদে আব্বার জন্য একটা ফতুয়া কিনলাম। ভাবলাম, বড় তো হইছি, এবার নিশ্চয়ই ঠিক মাপের কাপড় কিনতে পারবো। কিন্তু কথায় আছে, যা হয়না ৯ এ...তা হয়না ৯০ এ। তাই আবার আমি ঢোলাঢালা বিশাল এক ফতুয়া কিনে আনলাম।(ক্লোজআপহাসি)
আমার কাছে আমার বাবা সবসময় বিশাল এক মানুষ। এখন আমি ভাবতেছি, সব মেয়েই কি আমার মত তাদের বাবাকে বিশাল ভাবে?
