কয়েকদিন আগে ফেসবুকে ব্লগার নিমচাঁদ দার একটা পোস্ট পড়ে বুকের ভিতরটা কেমন করে উঠল!! আমাদের অনেক কাছের ব্লগার রাজামশাই ( Click This Link ) আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন। সামু ব্লগে উনার মতো খুব কম ব্লগারই দেখেছি। অসাধারণ সেন্স অব হিউমার, গাছ, ফুল বিষয়ে অসাধারণ জ্ঞান। নিজে রাজা, আর ব্লগের বাকি সব তাঁর প্রজা। এই জ্ঞানে ব্লগের সবাইকে তুই সম্বোধন করতেন। কারো ওপর রেগে গেলে বলতেন ‘খামোশ”!! আর কারো ওপর খুশী হলে এক থলে মোহর উপহার দিতেন, “ এই নে স্বর্ণমুদ্রা”। অনেক স্মৃতি আছে উনার সাথে। বেশীরভাগই সুখস্মৃতি। কারণ উনি ব্লগে কারো সাথে আজাইড়া বাধাতেন বলে মনে পড়েনা। যদিও নতুন অনেকে তাঁর এই তুই বলা নিয়ে মাইন্ড করতেন, তবে পরে ঠিকই বুঝতেন, এটা তাঁর স্টাইল ছিল।
খুব বেশী বয়স হয়নি তাঁর। বড়জোর ৪২/৪৩ হবে। খুব কষ্ট পেয়েছি উনার অকাল মৃত্যুর সংবাদ পেয়ে। শুনলাম মাত্র ৫ দিন জ্বরে ভুগে মারা গেছেন তিনি।
উনার অকাল প্রয়ানে সকলে শোকাহত। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন আর তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন।
আমীন।
বিঃদ্রঃ উনাকে নিয়ে ব্লগে সেরকম কোন পোস্ট খেয়াল করলামনা ঠিক। এডমিনদের প্রতি আমার অনুরোধ থাকবে, উনাকে নিয়ে একটা বিষদ পোস্ট লিখে পিন করে রাখা হোক। এটা উনার প্রাপ্য বলে মনে করি।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩২