বহুদিন পরে ব্লগে আসলাম। সব্বাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। সাথে মনটাও বেশ খারাপ। কারণ ঋতুরাজ বসন্তের পয়লা দিন অফিসে বসে কলম পিষতে কার মন চায়? যদিও ম্যানেজার স্যারকে ম্যানেজ করে হলুদ পাঞ্জাবি পরে এসেছি; স্যারকেও পাঞ্জাবি পরিয়েছি কিন্তু তাতে কি? আজকের দিন তো প্রিয়জনদের সাথে নিয়ে বাইকে চড়ে ঘুরে বেড়াবার। এত্তো রঙ্গিন একটা দিনে কি অফিসে বসে থাকতে ভাল লাগে?
তাই ভেবে চিন্তে ঠিক করেছি সরকারের কাছে আবেদন জানাবো, আজকের দিনটা অন্তত এক বেলা (বিকেলে) হলেও ছুটি দেওয়া হোক। এটা কোন ঠাট্টা তামাশা নয়। যদি ঈদ, পূজা, বড়দিনে ছুটি দেয়া যেতে পারে। রাজনীতিবিদরা যদি কারণে অকারণে হরতাল নামক ছুটি বাধ্যতামূলকভাবে ভোগ করাতে পারে, তাহলে ঋতুরাজ বসন্তের প্রথম বিকেলটা কি সবার সঙ্গে একটু রঙ্গিন সময় পার করতে আমরা চাইতে পারিনা? কি এমন ক্ষতি হবে তাতে? দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা কি তাতে পিছে ঘুরতে শুরু করবে? মনে হয় না। বরং এই দিনে একটু মন রাঙ্গিয়ে নিয়ে আরো আনন্দের সাথে আমরা পরের দিনে অফিসে আসতে পারি। তাতে কর্মস্পৃহা বাড়বে বই কমবেনা।
তাই প্রিয় ব্লগার ভাইদের কাছে অনুরোধ, এই দাবিটা সরকারের কাছে পৌঁছাবার একটু ব্যবস্থা করি। অনেক শক্তিশালী ব্লগার আছেন এখানে যাদের লেখনীর জোর অস্ত্রের চায়েও বহুগুনে বেশী। তাঁদের কাছে অনুরোধ, বিষয়টা বিবেচনা করে দেখবেন।
সাথে আরেকটা কথা যোগ করি। প্রকৃত পঞ্জিকামতে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আর ১লা ফাল্গুন একই দিনে পড়ে।
--------------------------
বাসন্তী, হে ভুবনমোহিনী,
দিকপ্রান্তে, বনবনান্তে,
শ্যাম প্রান্তরে, আম্রছায়ে,
সরোবরতীরে, নদীনীরে
নীল আকাশে, ময়লবাতাসে
ব্যাপিল অনন্ত তব মাধুরী॥
নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে,
পিকসঙ্গীতে, নৃত্যগীতকলনে বিশ্ব আনন্দিত।
ভবনে ভবনে বীণাতান রণ-রণ ঝঙ্কৃত।
মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে রে
নবপ্রাণ উচ্ছ্বসিল আজি,
বিচলিত চিত উচ্ছলি উন্মাদনা
ঝন-ঝন ঝনিল মঞ্জীরে মঞ্জীরে॥
--------------
সবাইকে অনেক শুভেচ্ছা।