সামু ব্লগে নানা সময়ে নানা অপশন এ্যাড করবার দাবী ওঠে। অনেক অপশনই চালুও হয়েছে। আমি আরেকটা জরুরী অপশন চালু করবার দাবী জানাচ্ছি যাতে ব্লগটা আরো পূর্ণতা পায়। ব্লগ মানেই দিনপঞ্জি। কাজেই এখানে প্রতিটা বিষয়ে দিনক্ষণের ও সময়ের সুস্পষ্ট হিসেব থাকাটা জরুরী। সেই নিরিখে আমার দাবী হচ্ছে;
" সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন" এই অপশনে ভিজিটরদের নাম এর পাশে প্রত্যেকের সর্বশেষ ভিজিটের সময় উল্লেখ থাকা অবশ্য জরুরী। এতে বোঝা যাবে ব্লগারের পোস্টের কোন পর্যায়ে কোন ভিজিটর ঢুঁ দিয়ে গেছেন। ফলে ব্লগিংটা আরো প্রানবন্ত হবে।
যেমন
গুপী গায়েন- সকাল ১১.৫৩
এছাড়া চাইলে নাম্বার অফ ভিজিটও এ্যাড করা যেতে পারে
যেমন
গুপী গায়েন (০৪) - সকাল ১১.৫৩
আমরা যারা নিয়মিত ব্লগার। সামুকে যারা অনেক ভালবাসি। তারা সবসময়েই চাই গুনে মানে যেন এটা সবসময়েই সবার চেয়ে এগিয়ে থাকে। আর তাই যখন যেটার অভাব মনে করি সেটা পেতে হাত বাড়াই। কখনো মনে করিনা পরের কাছে হাত পেতেছি।
বিষয়টা মডারেটররা বিবেচনা করে দেখবেন আশা করি।
পরিশেষেঃ কমেন্ট লাইক বাটন টা খুব জরুরী দরকার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




